দোকানীরা ঘুমোচ্ছেন বিশ্বকবির স্মৃতি সংরক্ষনের উদ্যোগ অব্যাহত থাকবে ঃ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপি
কাগজ প্রতিবেদক ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়ীতে তিন দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনের
আলোচনায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেছেন, কুঠিবাড়ীর সংস্কারসহ বিশ্বকবির স্মৃতি সংরক্ষনের উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি বলেন, রবীন্দ্রনাথ চিরকালের জন্য প্রাসঙ্গিক। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা থাকবে ততদিন রবীন্দ্রনাথ থাকবে। অনাগত কালের জন্য কুঠিবাড়ী সংরক্ষণে সরকার কাজ করছে। অবকাঠামো উন্নয়নের পরে কুঠিবাড়ী এলাকা পর্যটন নগরী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি সহযোগীতায় কুষ্টিয়া জেলা
প্রশাসন তিনদিনব্যপী বিশ্বকবির জন্মবার্ষিকির এই আয়োজন করেন। হিসেবে ঘোষনা দেওয়া হবে। মঙ্গলবার বিকেল ৫টায় কুঠিবাড়ীর মুল মঞ্চে কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে দ্বিতীয় দিনের আলোচনায় প্রশাসনের কর্তারা, রবীন্দ্র গবেষকরা বক্তব্য রাখেন।
কুঠিবাড়ীর চত্ত্বরে বসেছে গ্রামীন মেলা। আলোচনার আগে ও পরে একই মঞ্চে জাতীয় পর্যায়ের শিল্পিরা রবীন্দ্র সংঙ্গীত, কবিতা আরতি, দলীয় নৃত্য রবীন্দ্রনাথের নাটক পরিবেশন করেন। শিলাইদহ কুঠিবাড়ীর আঙিনা হাজারো দর্শনার্থীদেও পদচারনায় মুখর হয়ে উঠেছে। আজ এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। অনুষ্ঠান নির্বিঘœ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
করা হয়েছে। এবারও সংস্কৃতি বিষয়ক উল্লেখ্য, প্রথমে জমিদারী পরিচালনা ও পরে নিরিবিলি পরিবেশে সাহিত্য চর্চা আর ব্যবসার কারনে বার বার এই কুঠিবাড়ীতে ফিরে আসতেন রবীন্দ্রনাথ। শিলাইদহে কবীর জীবনের বেশকিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলী কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরষ্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়াও তিনি এখানে বসেই আমাদেও জাতীয় সঙ্গীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য করেছেন। কুঠিবাড়ীতে সংরক্ষন আছে সেসব দিনের নানা স্মৃতি। কুঠিবাড়ির বাইরে বসেছে গ্রামীণ মেলা। কিন্তু তীব্র গরম, এসএসসি পরীক্ষা ও ধানকাটার মৌসুম চলমান থাকায় গ্রামীণ মেলা ও কুঠিবাড়িতে দর্শনার্থীদের সেই পুরানো জৌলুশ নেই। বেলা ৩ টার দিকে গ্রামীণ মেলায় গিয়ে দেখা গেছে, মেলার মাঠ যেন সুনসান! ক্রেতার অপেক্ষায় অনেকেই ঘুমিয়ে পড়েছেন। কুঠিবাড়ি চত্ত্বরটিও অনেকা দর্শনার্থী শূণ্য। এ সময় পাবনার চাটমোহর থেকে মেলায় আসা দোকানী নুরুল সরদার (৫৫) বলেন, মেলায় লোকজন নেই, বেচাকেনাও নেই। সবারই এবছর লোকসান হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন দর্শনার্থী বলেন, তীব্র গরম, এসএসসি পরীক্ষা ও ধানকাটার মৌসুম চলমান থাকায় গ্রামীণ মেলা ও কুঠিবাড়িতে দর্শনার্থীদের সেই পুরানো জৌলুশ নেই। আর তরুণরা এখনতো তথ্য প্রযুক্তি নিয়েই ব্যস্ত থাকে। তবে কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমীন বলেন, দিনে কিছুটা কম রাতের অনুষ্ঠানমালায় ভরপুর দর্শনার্থীদের আনোগোনা থাকছে বলে দাবী করেন।
Leave a Reply