কাগজ প্রতিবেদক ॥ মধুমাস জৈষ্ঠ্য আসতে আর বেশি দেরি নেই। মাত্র দেড় সপ্তাহ পেরোলেই পড়বে মধুমাস খ্যাত মৌসুমি ফলের মাস জৈষ্ঠ্য। সারা দেশে এই মাসের শুরু থেকেই বিভিন্ন প্রজাতির আম, কাঁঠাল ও লিচু পাকা শুরু হয়। আর বিভিন্ন প্রজাতির বাহারি ফুল আর সুস্বাদু নানান রকমের ফলের কারণে দেশজুড়ে বিখ্যাত চিরসবুজ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সীমান্তবিস্তৃত বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সমগ্র ক্যাম্পাস জুড়ে কয়েক হাজার মৌসুমী ফলের গাছ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে নানান প্রজাতির আম ও লিচু গাছ। পূর্ববর্তী বছরগুলোর চেয়ে চলতি বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই লিচু গাছগুলোতে লিচুর ফলন বেশি। কিন্তু লিচু সম্পূর্ণরূপে পরিপক্ব হবার আগেই গাছ থেকে লিচু পাড়ার হিড়িক পড়ে গেছে। সম্প্রতি পবিত্র রমজান মাস, স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষ্যে দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে গত ২’রা মে (মঙ্গলবার) থেকে ঈসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গত শনিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও খুলে দেওয়া হয়েছে। প্রিয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে গ্রীষ্মের প্রচন্ড গরমেও শিক্ষার্থীরা ফুল-ফলের বাহারে স্বস্তি অনুভব করছেন।
প্রবেশদ্বার থেকে শুরু করে ক্যাম্পাসে বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে বিচিত্র ফুলের সমারোহ। ক্যাম্পাসের শেখ রাসেল হলের সামনে রয়েছে সারিবদ্ধ লিচু গাছ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনার্যানের পাশেও রয়েছে একটি লিচু বাগান। নানা জাতের লিচু গাছের সমন্বয়ে গঠিত এই বাগানটিই যেন পরিণত হয়েছে এক টুকরো লিচুর রাজ্যে। প্রতিটি গাছে থোকায় থোকায় ধরেছে লিচু। গ্রীষ্মের খরতাপে অপরিপক্ক লিচুতেই ধরেছে পাকা রং। ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরেই শিক্ষার্থীরা মেতে উঠেছেন লিচু পাড়ায়৷ বন্ধুরা মিলে ইচ্ছেমতো গাছে উঠে অপরিপক্ক লিচু পেড়ে খাওয়ার এই প্রতিযোগিতায় মেতেছেন শিক্ষার্থীরা। দেখা যাচ্ছে, উদ্দীপনার বশে শিক্ষার্থীরা অপরিপক্ক লিচু পাড়ছে৷ এতে করে সুস্বাদু এই ফলটি যেমন নষ্ট হচ্ছে, সেই সঙ্গে অপরিপক্ক লিচু খাওয়ার ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও দেখা দিচ্ছে। তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সতর্কবার্তা ও নজরদারি উপেক্ষা করেই উৎসুক শিক্ষার্থীরা গাছে ঢিল ছুঁড়ে ও লাঠি ব্যবহার করে গাছ থেকে লিচু পেড়ে চলেছে। গাছ থেকে যেসব লিচু পাড়া হচ্ছে তার অধিকাংশই না পাকার ফলে খেতে পারছে না কেউ। ফলশ্রুতিতে মধুমাসের মধুময় এই ফলটি ব্যপকহারে অপচয় হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতিপ্রেমী শিক্ষার্থীরা জানান, প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসময়ে লিচু পাড়া রোধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ক্যাম্পাস আমাদের সকলের। ক্যাম্পাসের প্রতিটি বৃক্ষ, প্রতিটি ফুল ও ফল আমাদের সকলের সম্পদ। এই সম্পদের অপচয় রোধে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। প্রকৃতিকে ভালোবাসতে হবে।
Leave a Reply