ইবি প্রতিবেদক ॥ স্নাতকে সর্বোচ্চ ফলাফলের জন্য কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাদের নিজস্ব ওয়েবসাইটে এতথ্য প্রকাশ করে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরিক (সিজিপিএ ৩.৯৮), আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী (৩.৯৫), আইন বিভাগের রাবেয়া ইয়াসমিন (৩.৫৯), অর্থনীতি বিভাগের মিজানুর রহমান (৩.৮৫), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান (৩.৯১), পরিসংখ্যান বিভাগের সুপ্ত চক্রবর্তী সাধনা (৩.৭৯), ইইই বিভাগের সেলিম রেজা জীবন (৩.৮৫) এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনতাহা বিনতে মুখলেস (৩.৯৬)।
উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারই ধারাবাহিকতায় এবার ১৭৮ মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদকের মনোনীত করা হয়েছে।
Leave a Reply