কাগজ প্রতিবেদক ॥ মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নে এলকেবী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে পুরাতন শিক্ষককে বাদ দিয়ে নতুন শিক্ষক, কর্মচারী নিয়োগের দাবীতে ওই বিদ্যালয়ের এক শিক্ষককে বেদম প্রহার করেছে এলাকার কতিপয় সন্ত্রাসী। রবিবার সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
জানা যায়, ২০০০ সালে প্রতিষ্টিত মিরপুর এলকেবী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়টি সম্প্রতি নতুন এমপিওভুক্ত হওয়ায় শিক্ষকদেরকেও নতুনভাবে এমপিওভুক্ত হতে হচ্ছে। এই সুযোগে একটি কুচক্রী মহল অবৈধভাবে পুরাতন শিক্ষক কর্মচারীদের বাদ দিয়ে গোপনে ব্যাকডেটে নিয়োগ দিতে চাপ প্রয়োগ শুরু করেছে বলে অভিযোগ রয়েছে। এতে রাজী না হলে ধুবইল ইউপি চেয়ারম্যান মাহবুব রহমান মামুনের সমর্থক কতিপয় যুবক রবিবার সকালে বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আশফাক ই আজমের উপর ঝাপিয়ে পড়ে। এবং তাকে এলোপাথাড়ী মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এলকেবি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আশফাক ই আজমকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষীধরদিয়া গ্রামের কিছু উশৃংখল সন্ত্রাসী যুবক। তাদের দাবী, এলকেবি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন শিক্ষক কর্মচারীদের বাদ দিয়ে ব্যাকডেটে তাদেরকে নিয়োগ দিতে হবে। নতুবা প্রতিষ্ঠানের পুরাতন শিক্ষক কর্মচারীদের কর্মস্থলে নিপিড়ন করা হবে। এরই অংশ হিসেবে রবিবার ৩০ এপ্রিল সকাল সাড়ে দশটায় বিদ্যালয় সংলগ্ন রবেলা মোড়ে উক্ত শিক্ষককে নির্মমভাবে পিটানো হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে এলকেবি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ধুবইল ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুনের মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। একটি দায়িত্বশীল সুত্র বলছে, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পুর্বে আরও বিস্তর অভিযোগ রয়েছে। তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। তাই তিনি সরাসরি না হয়ে পেছন থেকে কলকাটি নাড়ছেন। যারা ওই শিক্ষককে পিটিয়েছেন তারা সকলেই ইউপি চেয়ারম্যান মামুনের লোক বলে সুত্রটি বলছে। একটি বিদ্যালয় এমপিওভুক্তি হওয়ার সাথে সাথে পুরাতান শিক্ষক-কর্মচারীদের বাদ দিয়ে কিভাবে নতুন নিয়োগ দেবে তা কারো বোধগোম্য নয়। বিধি অনুযায়ী একটি বিদ্যালয়ের কোন শিক্ষক, কর্মচারী আহত বা লাঞ্চিতের শিকার হলে ওই বিদ্যালয়ের সর্বচ্চ অভিভাবক হচ্ছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। কিন্তু একজন শিক্ষক বিনা অপরাধে সন্ত্রাসী হামলায় আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার পরও সভাপতির কোন কার্যক্রম চোখে পড়ছে না। তিনি কারো ফোনও ধরছেন না। এতে সন্দেহ আরও ঘণিভুত হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
Leave a Reply