স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হেলদি কংক্রিট একটি সময়পোযোগী ভাবনাঃ কামারুল আরেফিন
কাগজ প্রতিবেদক ॥ গ্রামীণ অবকাঠামো নির্মাণে এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা মাধ্যমিক বিদ্যালয়ে’ “দালান বা ভবন নির্মাণে স্বাস্থ্যবান কংক্রিটের ভুমিকা’ শীর্ষক এক সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩্ এপ্রিল রবিবার বিকাল ৩ টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্য বাহী আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্টিত হয়।
হেলদি কংক্রিটের উপদেষ্টা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান ড. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কামারুল আরেফিন বলেন, আমরা বাড়ী করি, কিন্তু তা কতটুকো নিরাপদ এবং স্থায়ী তা কিন্তু জানি না। এক সময় ছনের ঘরে আমারা বাঙ্গালীরা বছরের পর বছর বাস করেছি। ঝড় এসেছে ভেঙ্গেছে আবার নির্মাণ করা হয়েছে। এখন কত আধুনিক এক তলা থেকে ১শ তলা পর্যন্ত ভবন নির্মাণ হচ্ছে। এখন ভাবনা এসেছে হেলদি কংক্রিট। এক সময় কংক্রিটের কথাই জানতাম না এখন হেলদি কংক্রিট। এটি সত্য কথা। আজকে জননেত্রী শেখ হাসিনার মিশন স্মাট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে হেলদি কংক্রিট একটি সময়পোযোগী ভাবনা। এই ভাবনার নায়ক প্রকৌশলী বান্নাকে সাথে নিয়ে আমাদের বে-সরকারী, সরকারী সকল স্থাপনায় হেলদি কংক্রিটের পলিসিটাকে কাজে লাগাতে হবে। তিনি এর উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আসকর আলী, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, কবি, সাহিত্যিক ও ব্যাংকার হাসান টুটুল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশরাফুল দৌলা, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমিররুল ইসলাম, কুষ্টিয়া প্রকাশনার নির্বাহী রাব্বুল ইসলাম খাঁন, ডাক্তার রাশেদ হাসান রনি, রাশেদুল হক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চার বিভাগের উপ-পরিচালক আবু সাঈদ। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন ‘হেলদি কংক্রিট’ এর সি ই ও প্রকৌশলী হাসানুল বান্না। সেমিনারটি সার্বিক ভাবে সহযোগীতা ছিলেন পুরাতন আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সাহিত্যিক নজরুল ইসলাম ও কাকিলাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুজ্জামান হিরা।
ভুমি কম্প, ভুমি ধস এবং ত্রুটিপুর্ণ ভবন নির্মাণের ফলে প্রতি বছর ভবন ধসে প্রাণ ও সম্পদ হানির পরিমান দিন দিন বেড়েই চলেছে। শহরে এলাকায় এ ঝুঁকি আরও বাড়ছে। নিরাপদ, স্বাস্থ্য সম্মত ভবন নির্মাণ করতে চাই হেলদি কংক্রিট। এমন অভিব্যক্তি জানিয়েছেন কুষ্টিয়ার মিরপুরে এই সেমিনারে এসে প্রকৌশলী, রাজমিস্ত্রি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবির মানুষ। কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে হেলদি কংক্রিট আয়োজিত এক সেমিনারে জানানো হয় মাত্র ১০ বছরের ব্যবধানে কুষ্টিয়া শহরে বহুতল ভবন’র মাত্র ৩শ থেকে প্রায় ৪ হাজারে এসে দাঁড়িয়েছে। পরিকল্পনা মাফিক ডিজাইন না করে তড়িঘড়ি করে পৌর অনুমতি পেতে কাগজে ড্রইং করে এসব ভবন নির্মাণে এখন দারুন ঝুঁকি দেখা দিয়েছে। মানবদেহের মত ভবনের স্বাস্থ্য রয়েছে। সময়, পানি, আবহাওয়া,মাটি সব কিছুর পরিবর্তন হচ্ছে। নিরাপদ, স্বাস্থ্য সম্মত ভবন নির্মানে প্রয়োজন হেলদি কংক্রিট।
Leave a Reply