কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ৭৬ জন রোগী ৩৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যোগে এ টাকা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে ১৪ জন অসহায় রোগীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৭ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার মো: আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সমাজে এখনও অনেক মানুষ আছেন, অসুস্থ্য হলে তার সাধ্য নেই সঠিক চিকিৎসা সেবা গ্রহনের। অনেকে আছেন সামান্য জ¦র, সর্দি, কাশি হলে দেশ ছেড়ে বিদেশী যাই, আবার এই দেশের অনেক মানুষ আছেন যার কিডনি, ক্যান্সার, লিভার সিরোসিসসহ নানা দুরারোগ্য ব্যধি নিয়ে দিনের পর দিন বছরের পর বছর নিজের বাড়ীতে বিছানায় পড়ে আছেন। তার সাধ্য নেই জেলা হাসপাতালে এসে চিকিৎসা নেয়ার। তিনি বলেন, তাই জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর এ সকল মানুষের জন্য সমাজ সেবা দপ্তরের মাধ্যমে প্রতি বছর দুই থেকে তিন বার ৬টি জটিল রোগের জন্য ৫০ হাজার টাকার বরাদ্ধ দিয়েছেন। জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য হওয়ার পর থেকে কুষ্টিয়া সদর উপজেলার, পৌর এলাকার অনেক মানুষ এ সহায়তা পেয়েছেন। তিনি আরও বলেন, শুরু হয়েছে পবিত্র মাহে রমজান, সাথে চলছে লকডাউন, নতুন বছর শুরু হয়েছে। সব মিলিয়ে এই প্রথম তিনটি উৎসব থেকে আমরা বঞ্চিত হলাম। তাতেও কোন কষ্ট নেই। আমারা বেঁচে থাকি। সামাজিক দরুত্ব বজায় রেখে, নিরাপদে থাকি। অসহায় মানুষের পাশে দাঁড়াই। একদিন মহান আল্লাহপাক আমাদের সকল দুঃখ কষ্ট বেদনা মুছে দেবেন। তিনি আরও বলেন, রোগাক্রান্ত, অসহায় মানুষের আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা মানুষের ভালো বাসা পাব। মানুষের জন্য কাজ করা স্বার্থক হবে। এ সময় বিভিন্ন সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদফতরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অসহায় রোগীদের মাঝে অনুদান প্রদান করা হয়। দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারের এ সহযোগিতা দেওয়া হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোখসানা পারভীন জানান, আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে এবার জেলার ৬টি উপজেলার ৭৬ জনকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৩৮ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
Leave a Reply