কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া দৌলতপুর শেরপুর নদীর উপর সওজের ব্রিজ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ব্রীজ নির্মাণকারী প্রতিষ্ঠান ও সওজের যোগসাজসে এ অনিয়ম দুর্নীতি হচ্ছে বলে একাধিক সুত্র জানিয়েছে। অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের আওতাধীন সাব-কন্ট্রাক্টর মুকুল ও রতনের বিরুদ্ধে। এ অনিয়ম দুর্নীতিতে সরকারী কোটি টাকা লোপাট হচ্ছে বলে সুত্রটি দাবী করেছে।
জানা যায়, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর পুর ইউনিয়নের অন্তর্গত শেরপুর গ্রামে অবস্থিত দৌলতপুর থেকে জেলা শহরে কুষ্টিয়া ও মিরপুর যাতায়াতের অন্যতম সংযোগে শেরপুর নদীর উপরে একটি ব্রিজ এই ব্রিজটি শত বছরের পুরনো হাওয়ায় ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করেছে সওজ। যাতায়াতের জন্য সেখানে নতুন একটি ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার দেয় কুষ্টিয়ার রোডস এন্ড হাইওয়ে থেকে সেই টেন্ডারে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় এম এম বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরবর্তীতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কুষ্টিয়ার পরিচিত দুইজন সাব-কন্ট্রাক্টর মুকুল ও রতনের কাছে কাজটি বিক্রি করে দেয়।
ব্রীজের কাজ শুরু হতে না হতেই প্রশ্ন উঠে কাজের মান নিয়ে, সরেজমিনে যেয়ে দেখা যায় কাজের সিডিউল অনুযায়ী মানা হচ্ছে না কোন রেশিও, ইচ্ছামত পাথর বালি ও সিমেন্ট মিক্সিং করে তৈরি করছে ব্রিজের মূলভিত্তি ও পাইলিং। যার কারনে ব্রিজের গুণগতমাননিয়মে রীতি রকম সংশয় পড়েছে এলাকাবাসী, এমন অবস্থায় এলাকাবাসীর মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নির্মাণ কাজ যদি এত নিম্নমানের হয়ে থাকে তাহলে সরকারি কোটি কোটি টাকা জলে যেতে বেশি সময় লাগবে না। এলাকাবাসী জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন তাদের ইচ্ছামতো কোন সিডিউল না মেনেই মন মতো কাজ করে চলেছে। কাজে পঞ্চগড়ের মোটা বালি দেওয়ার কথা থাকলেও সেখানে লোকাল ও নিম্নমানের বালি দিয়ে ও ৫ সেপটি কাল পাথরের জায়গায় দেওয়া হচ্ছে ৮ থেকে ১০ সেফটি পাথর এক বস্তা সিমেন্টের মিক্সিং এর সাথে। যা কাজের সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এ সব বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ও সওজের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply