
সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিতঃ আতাউর রহমান আতা
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পশ্চিম মজমপুর বায়তুল জান্নাত জামে মসজিদে সমাজ কর্মি জয় নেহালের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্টিত হয়েছে।
গতকাল বাদ আছর মসজিদের সাধারণ সম্পাদক হাজী আমজাদ হোসেনের সভাপতিত্বে ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, জয় নেহাল দীর্ঘদিন থেকে সামাজিক কর্ম করে চলেছেন। আজ পৃথিবী থেকে তাঁর পিতা গত হয়েছেন। আমেরিকার বোস্টনে মমতাময়ী মাতা অসুস্থ্যতায় আছেন। তার পরও তিনি পিতার অছিয়ত অনুযায়ী পিতাকে কুষ্টিয়াতে দাফন করেছেন। এ থেকে বোঝা যায় দেশের প্রতি একজন মানুষের কত ভালোবাসা, কত টান। তিনি বলেন, জয় নেহাল কুষ্টিয়া এলাকায় অনেক অসহায় মানুষের জন্য কাজ করছেন, করেছেন। প্রকৃত পক্ষে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি বলেন, রাজনীতির বাইরে কোন কিছু না। বিগত সময়ে এ এলাকায় অনেক কিছু হওয়ার কথা ছিল কিন্তু তা তারা করতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে পশ্চিম মজমপুরসহ অত্র এলাকায় কি পরিবর্তন হয়েছে তা আপনাদের চোখের সামনে স্পষ্ট। তিনি বলেন, মুখের বুলি, আবেগ দিয়ে মানুষের মনে স্থান করা যায় না। মানুষ চায় উন্নয়ন, এলাকার সমস্যার সমাধান। আওয়ামীলীগ সরকার গত এক যুগে কুষ্টিয়াসহ দেশের মানুষের ভোট, ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আগামীতে আপনাদের সহযোগীতায় স্মাট বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগ শতভাগ সফল হবে। শেষে তিনি জয় নেহালের প্রয়াত পিতা নেহাল উদ্দিন স্যারের জন্য দোয়া কামনা করেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারী কলেজের প্রাক্তন অধ্যাপক প্রয়াত নেহাল উদ্দিন স্যারের সুযোগ্য পুত্র রাকিব নেহাল জয়। ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ইব্রাহীম হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ঈমাম ও খতিব মুফতী সাকিবুর রহমান বেলালী। সার্বিক অনুষ্টানটি পরিচালনা করেন মসজিদ কমিটির উপদেষ্টা সাংবাদিক নুর আলম দুলাল। এ সময় মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান, কোষাধ্যক্ষ আতিয়ার রহমান, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শফি উদ্দিন, শ্রমিকলীগ নেতা মিন্টু, মিঠুন, ইবির সাবেক ছাত্রলীগ নেতা সজিব, কুষ্টিয়ার কাগজ’র স্টাফ রিপোর্টার আল আমিন, আব্দুর রহমান, এস এ টিভির ক্যামেরাপার্সন এসমে আজম সাজিদসহ এলাকার মুসুল্লীগণ।
Leave a Reply