খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় প্রগতি সংঘের উদ্যোগে ১৭ জন দরিদ্র তাঁতিদের মাঝে বিনামূল্যে তাঁত শিল্প উপকরন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। সোমবার সকালে জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ হল রুমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ও প্রগতি সংঘের বাস্তবায়নে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল শাহাদাত রতœ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকিব খান টিপু, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, প্রগতি সংঘ রাধানগর প্রধান সংগঠক আব্দুস সজীব খান প্রমুখ। অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য রহমত আলী জোয়ারদার, ইউপি সচিব জাহিদ হাসান, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মুন্নাফ হোসেনসহ সুধি ও সাংবাদিকগন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার তৃণমূল জনগণের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে খোকসা প্রগতির সংঘ দরিদ্র-তাঁতিদের মাঝে বিনামূল্যে তাঁত উপকরণ উপকরণ বিতরণ করছে। গরীব অসহায় তাঁতিদের উন্নয়নের জন্য এ জাতীয় কাজ করা তিনি প্রগতি সংঘকে ধন্যবাদ জানান। তিনি আগামীতে দারিদ্র জনগণের উন্নয়নে তার সার্বিক সহযোগিতা কামনা করেন। বক্তাগণ প্রগতি সংঘের দারিদ্র জনগোষ্ঠী নিয়েউন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
Leave a Reply