কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাস মালিক-শ্রমিকদের সমঝোতা বৈঠকে কুষ্টিয়া-খুলনা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা প্রশাসক সভা কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় কুষ্টিয়া-ঝিনাইদ জেলার মালিক-শ্রমিকদের মধ্যে সমঝোতা বৈঠকে বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয়। কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান জানান, দুই জেলার শ্রমিক-মালিকরা আমাদের মধ্যে সমঝোতা হয়েছে। ঈদের পর আমরা আবারও বসবো। তখন আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির বিষয়টা আলোচনা হবে। এর পর বিকেল ৪ টা থেকে কুষ্টিয়া-খুলনা রুটে বাস চলাচল শুরু করে। দীর্ঘ ৪ দিন পর এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার মালিক-শ্রমিকদের সৃষ্ট দ্বন্দের ফলে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয়া হয়। কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতাদের দাবি ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করেন। এ দাবির ব্যাপারে কথা বলতে ঝিনাইদহে গেলে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে ধর্মঘটের ডাক দেয়। আজ কুষ্টিয়া জেলা প্রশাসক সভা কক্ষে দুই জেলার মালিক-শ্রমিকদের মধ্যে সমঝোতা বৈঠকে দোষীদের চিহ্নিত করণ করে ব্যবস্থা গ্রহন এবং ঈদের পরে ট্রিপ সংক্রান্ত সমস্যা নিয়ে পুনরায় দুই পক্ষের বৈঠক হওয়ার সিন্ধান্তে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।
Leave a Reply