1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 5:40 pm

ক্রিকেট-টেস্ট: তামিমের পাশে মুশফিক

  • প্রকাশিত সময় Wednesday, April 5, 2023
  • 66 বার পড়া হয়েছে

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম। ৮৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি করলেন মুশি।
দেশের হয়ে টেস্ট ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তামিম ইকবাল ও মুশফিক। ৭০ টেস্টে ১০টি সেঞ্চুরি আছে তামিমেরও। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বাঁ-হাতি ব্যাটার মোমিনুল হক। ৫৬ টেস্টে ১১টি সেঞ্চুরি করেছেন মোমিনুল।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের ৫৫তম ওভারে সেঞ্চুরির পূর্ণ করেন মুশফিক। তিন অংকে পৌঁছাতে ১৩৫ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কা মারেন মুশি। এটি মুশফিকের ক্যারিয়ারে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০১০ সালে চট্টগ্রামে নিজের ক্যারিয়ারে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করেছিলেন মুশফিক। ভারতের বিপক্ষে ১৭টি চার ও ১টি ছক্কায় ১১২ বলে সেঞ্চুরি করে ১০১ রানে আউট হন মুশি।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৮তম ওভারে অফ-স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে আউট হন মুশফিক। ১৫টি চার ও ১টি ছক্কায় ১৬৬ বলে ১২৬ রান করেন মুশি।
মোমিনুল-তামিম-মুশফিকের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরি আছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। ৬১ ম্যাচে ৬টি সেঞ্চুরি করেছেন অ্যাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640