ইবি প্রতিবেদক ।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন ও রেজিস্ট্রার অফিসের শাখা কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর মাতা আম্বিয়া বেগম (৭০) এর মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি, মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অপর শোকবার্তায়, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া পরিবহন প্রশাসক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন ও রেজিস্ট্রার অফিসের শাখা কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর মাতা আম্বিয়া বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা, মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার ও বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন এবং প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরোমের সভাপতি প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান ও সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান পরিবহন প্রশাসক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন ও রেজিস্ট্রার অফিসের শাখা কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর মাতা আম্বিয়া বেগম এর মৃত্যুতে পৃথক পৃথক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য যে, বার্ধক্যজনিত কারনে শনিবার সকালে ঝিনাইদহ সদরের ১৬ নং সুরাত ইউনিয়নের লালদিয়া গ্রামের নিজ বাসভবনে আম্বিয়া বেগম(৭০) ইন্তেকাল করেন। বাদ আছর লালদিয়া গ্রামে মুরহুমার নামাজে জানাযার অনুষ্ঠিত হবে এবং স্থানীয় পারিবারিক গোরস্থানে মরহুমাকে দাফন করা হবে। মৃত্যুকালে মুরহুমা স্বামী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply