1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 4:21 pm

ডিপিএল: সাকিবকে পেয়ে প্রথম জয় মোহামেডানের, টানা ষষ্ঠ জয়ে শীর্ষে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ

  • প্রকাশিত সময় Saturday, April 1, 2023
  • 82 বার পড়া হয়েছে

সাকিবকে পেয়ে প্রথম জয় মোহামেডানের
ঢাকা, ১ এপ্রিল, ২০২৩ (বাসস) : ষষ্ঠ ম্যাচে এসে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম জয়ের দেখা পেল মোহামেডান স্পোটিং ক্লাব।
গতকাল সন্ধ্যায় সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই আজ মোহামেডানের হয়ে খেলতে নামেন সাকিব আল হাসান, রনি তালুকদার, মেহেদি হাসান মিরাজরা। রাতে সিলেট থেকে ঢাকা এসে আজই মাঠে নেমে পড়েন সাকিবরা। ব্যাট-বল হাতে পারফরমেন্স করতে না পারলেও সাকিবের উপস্থিতিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছে মোহামেডান।
আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে মোহামেডান ২২ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। প্রথম পাঁচ ম্যাচ জয়ের পর অবশেষে হারলো শেখ জামাল। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে শেখ জামাল। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে মোহামেডান।
সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে বোলিং করতে নামে শেখ জামাল। ব্যাট হাতে মোহামেডানকে ৭৯ রানের সূচনা এনে দেন অধিনায়ক ইমরুল কায়েস ও রনি তালুকদার। রনি ৩২ রানে থামলেও ১০টি চার ও ২টি ছক্কায় ১০১ বলে ৮৬ রান করেন ইমরুল। এরপর ৫ রান তুলে প্যাভিলিয়নে ফিরেন মিরাজ ও সাকিব।
মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ ৪৮ ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ২২ রানে আউট হলে শেষ দিকে দ্রুত রান তুলে মোহামেডানকে বড় সংগ্রহ এনে দেন আরিফুল হক ও ইংল্যান্ডের জ্যাক লিন্টট । ৪টি ছক্কায় ৩১ বলে অপরাজিত ৩৯ রান করেন আরিফুল। ২টি করে চার-ছয়ে ১০ বলে ২৪ রানের টনের্ডো ইনিংস খেলেন লিন্টট। ৭ উইকেটে ২৯০ রান করে মোহামেডান। শেখ জামালের ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুল-আরিফ আহমেদ ২টি করে উইকেট নেন।
২৯১ রানের টার্গেটে ৮৩ রানের সূচনা ছিলো শেখ জামালের। ওপেনার সৈকত আলি ২৬ রানে থামলেও ৫৮ রান করেন আরেক ওপেনার সাইফ হাসান।
মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে না পারলেও হাফ-সেঞ্চুরি তুলে দলকে লড়াইয়ে রাখেন রসুল। ৪৭তম ওভারে ব্যক্তিগত ৬৩ রানে বিদায় নেন রাসুল। শেষ পর্যন্ত ২৬৮ রানে গুটিয়ে যায় শেখ জামাল। মোহামেডানের আবু জায়েদ লিন্টট ৩টি করে উইকেট নেন। ১০ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। মিরাজ নেন ১ উইকেট।  টানা ষষ্ঠ জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ৬ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো লিজেন্ডস অব রূপগঞ্জ। সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে গাজী। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। পেসার আল আমিন হোসেনের বোলিং তোপে ১৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে গাজী।
শুরুর ধাক্কা সামলে দলকে লড়াইয়ে ফেরান ভারতের রবি তেজা ও মাহমুদুল হাসান। ৫৫ রানে আউট হন মাহমুদুল। সেঞ্চুরির দেখা পান তেজা। ৮টি চার ও ২টি ছক্কায় ১১১ বলে ১০৩ রান করেন তিনি। ৪৮ দশমিক ১ ওভারে ২৭৭ রানে গুটিয়ে যায় গাজী। ৫৭ রানে ৫ উইকেট নেন লিজেন্ডস অব রূপগঞ্জের আল-আমিন।
২৭৮ রানের টার্গেটে দুই ওপেনার বড় ইনিংস খেলতে না পারলেও, মিডল অর্ডারে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ১৪ বল বাকী রেখেই জয়ের স্বাদ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। সাব্বির রহমান ৭৪ বলে ৬৬, ইরফান শুক্কুর ৯৭ বলে অপরাজিত ৭৭ ও ভারতের চিরাগ জানি ৫২ বলে ৬৮ রান করেন।
দিনের আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে প্রাইম ব্যাংক। সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট রূপগঞ্জের।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৯ ওভারে ৮ উইকেটে ৩৩২ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ইয়াসির আলি ৮টি চার ও ৪টি ছক্কায় ৭১ বলে ৯৬ রান করেন। ৪৮ বলে ৫৩ রান করেন নাসির হোসেন। রূপগঞ্জের আলাউদ্দিন বাবু ৩ উইকেট নেন।
৩৩৩ রানের টার্গেটে মোমিনুল হকের লড়াইয়ের পরও ৪০ দশমিক ৫ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন মোমিনুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640