খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় জুঁই খাতুন ( ১৯) নামের এক গর্ভবতী গৃহবধূর রহস্যজন মৃত্যু হয়েছে। জুঁই খাতুন খোকসা উপজেলা নিচিন্তবাডিয়া দক্ষিণ পাড়া গ্রামের শামসুল আলম এর স্ত্রী। দুই পরিবারের সম্মতিতে এক বছর আগে জুঁই খাতুন ও শামসুল আলম এর বিবাহ হয়। ছোট বোন সাদিয়া খাতুন বলেন, মাঝে মধ্যেই আমি আপাদের বাড়িতেই বেড়াতে যায়। আপুর সাথে খারাপ ব্যবহার করত। প্রায়ই আপুর শাশুড়ী নির্যাতন করত। আপুকে সঠিক ভাবে খাবার ও দিত না। আমি আমার আপুর মৃত্যুর সঠিক বিচার চাই বলে কান্নায় ভেঙে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জুই খাতুন ছোটবেলা থেকেই মামাবাড়ীতে বড় হয়েছেন। ছোটবেলা থেকে মামা বাড়ির স্নেহ ভালবাসায় তিনি বড় হয়েছেন। এখান থেকেই তার বিবাহ হয়।
সূত্রে জানা যায় , মেয়ের মা বাবা রংপুর বসবাস করেন। মা বাবার সম্মতিক্রমে তার ওখানে বিবাহ দেওয়া হয়। দীর্ঘদিন যাবত মেয়েটিকে বিভিন্ন অসুবিধায় স্বামীর বাড়িতেই সংসার করছিল। নির্যাতনের পরও মেয়েটিকে কোন কথা বলেনি শুধু কান্নাই করে গেছে। গতকাল যখন অসুস্থ হয় খোকসা উপজেলার স্বাস্থ্য কমপ্নেক্সের বিকেলে ভর্তি করেন । তবুও আমাদেরকে কোন খোঁজ খবর দেয়ানি। মৃত্যুর পরেই আমাদের খোঁজখবর দেন। তাই মৃত্যুটি রহস্যজনক বলে মনে হয়।
গৃহবধূর শাশুড়ীকে লিপি খাতুন বলেন ,আমার বৌমা যখন বমি করছিল তখন আমরা সাথে সাথেই খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়। বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দীর্ঘ সময় চিকিৎসার পর আমার বৌমা প্রায় সুস্থ হয়ে যায়। রাত তিনটার দিকে অসুস্থ হলে পুনরায় ডাক্তার চিকিৎসা দেয়। তারপর তিনি মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর সময় আমার ছেলে বাড়িতেই ছিলেন। এদিকে প্রাথমিক পর্যায়ে খোকসা থানায় মৌখিক অভিযোগ হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা এস এম মেহেদীর সাথে কথা হলে তিনি বলেন প্রাথমিকভাবে লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তবে নির্যাতনের কোন আলামত পাওয়া যায়নি।
তবে ঘটনাস্থলে দেখা যায় বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ওই ওয়ার্ডের ইউপি সদস্য সহ উভয়পক্ষের পরিবারের মধ্যে সমঝোতা হয়। তারপরেই শ্বশুরবাড়ীতে থেকে গৃহবধূর লাশটি খোকসা জয়ন্তীহাজরা ইউনিয়নের শ্যামপুর গ্রামে মামার বাড়িতেই আনা হয়। মামার বাড়িতে এনে লাশের দাফন সম্পন্ন হয়। তবে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মেয়েটির অতিরিক্ত বমি হচ্ছিল। চিকিৎসা দেওয়ার একপর্যায়ে মেয়েটি ভালো ছিল। তবে রাত্রে রোগীটি অবনতি হলে পুনরায় চিকিৎসা দেওয়া হয়। সে সময় চিকিৎসা দেওয়ার এক অবস্থায় মেয়েটি হার্ট অ্যাটাক এ মারা যায়। হাসপাতাল থেকে মেয়েটির মৃত্যু সার্টিফিকেট দেওয়া হয়েছে । আসলে ভুল চিকিৎসার জন্যই মেয়েটির মৃত্যু হয়েছে না নির্যাতনের জন্যই এই অকাল মৃত্যুর কারণ বিষয়টি জানতে চাই সুধী সমাজ।
Leave a Reply