1. nannunews7@gmail.com : admin :
November 11, 2025, 4:24 am
শিরোনাম :
কুমারখালীতে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে দুই কিশোরকে রাতভর নির্যাতন, টাকার বিনিময়ে ছাড় অধ্যাপক শহীদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন দৌলতপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধনে প্রাথমিক শিক্ষকেরা শেষবারের মতো হলেও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা একমাত্র ছেলে সায়মুন আরাফাত স্বপ্নিল-এর জন্মদিনে বাবা-মায়ের আবেগঘন শুভেচ্ছা দৌলতপুরের বয়স্কভাতার টাকা যায় বগুড়ায়, মেম্বারের শ্বশুরবাড়ি! মাইকিং করে বিক্ষোভে ক্ষুব্ধ ভাতাভোগীরা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়

চেয়ারম্যানের ইন্ধনে চিলমারীতে সংঘাত, বীর মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর,লুটপাট

  • প্রকাশিত সময় Wednesday, March 29, 2023
  • 102 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান চিলমারী বাজার মসজিদ থেকে কাজীপাড়া,সুকার ঘাট অভিমূখে রাস্তার প্রথম ১০০/১৫০ ফিট অংশের দৈর্ঘ্য-প্রস্থ্য (গতিপথ )নির্ধারণ করেছেন। স্থানীয়দের ভাষ্য, তার এই স্বার্থপরতা ও কূটকৌশলের জন্যই গত ১ বছরের মধ্যে কয়েক দফা  সালিশ সভা করেও এই রাস্তার সীমানা(গতিপথ) নির্ধারণ করা সম্ভব হয়নি। ফলে বাড়ছে সামাজিক বিভক্তি,মারামারি,পাল্টাপাল্টি মামলা দায়েরের ঘটনা। ২০২২ সালে  চিলমারী বাজার সংলগ্ন রাজ্জাক খাঁ,ইউসুফ খাঁর নামীয় ৭ বিঘা জমি ন্যায্য মূল্যে কিনে নেন জলিল খা। এই জের ধরে আব্দুল মান্নানের সাথে জলিল খাঁর সম্পর্কের অবনতি ঘটে। সরেজমিনে দেখা   গেছে, মসজিদ,মসজিদের সামনের রাস্তা জলিল খার জমির উপর অবস্থিত। এ ব্যাপারে জলিল খাঁর ছেলে শাহাদাত হোসেন বাদী হয়ে চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন যার নং মিস ৭৯/২৩। তফশীলি জমিতে ২য় পক্ষের(বিবাদী আব্দুল মান্নান) প্রবেশ বারিত করেন বিজ্ঞ আদালত। বাজার কমিটির সভাপতি আব্দুল জলিল শিকদার বলেন, রাস্তার প্রথম অংশে রাস্তার জন্য জমিদানকারী জলিল খাঁ বলছেন রাস্তা হবে সোঁজা। কিন্তু চেয়ারম্যান আব্দুল মান্নান বাজার সংলগ্ন জমিগুলো মাপজোখ না করেই খেয়াল খুশিমত রাস্তা আঁকাবাঁকা করে নির্মাণ করেছেন যাতে  তার স্বার্থ  রক্ষা হয়। রাস্তা সোজা হলে চেয়ারম্যানের সমর্থক মন্ডল বংশের লোকজনের ৪/৫ টি দোকান ভাঙ্গা পড়বে। জানা গেছে, চিলমারী টহ বাজার বুধবার,রবিবার সপ্তাহে ২ দিন বসে। বিধি মোতাবেক টহ বাজারের ইজারা প্রাপ্ত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। এই বাজারের নিয়ন্ত্রন চান চেয়ারম্যান আব্দুল মান্নানের সমর্থক একই এলাকার নুরী মন্ডল,মাহবুব মন্ডল,মিজানুর রহমান মেজনু মন্ডল। মঙ্গলবার (২৮/০৩/২০২৩)  রাত ১০ টায় মন্ডল বংশের লোকজন মাহবুব মন্ডলের নেতৃত্বে পূর্ব শত্রুতার জেরধরে হাতে লাঠি লোহার রড লোহার হাতুড়ি, রামদা ও হাসুয়া নিয়ে বে-আইনী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের বাড়ির ভিতর আঙ্গিনায় অনধিকার প্রবেশ করে টিনের বেড়া,দরজা, জানালা ও সোকেচের কাঁচ ভাংচুর করে। এরপর তার আপন চাচাতো ভাই সজিব খান, ইসমাইল খান, সিদ্দিক খাঁর বাড়ি ভাংচুর করে। নজরুল, কমল  সজিব খানের সোকেচের ড্রয়ার ভেঙ্গে নগদ ৩৫,০০০/- টাকা ও ০১ ভরি স্বর্নলংকার এবং ৩ টি ছাগল, ইসমাইলের ৩ টি গরু নিয়ে যায়। বর্তমানে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতপুর থানায় মাহাবুল মন্ডল (৪৫) মোঃ আবেদ  (২৫), নজরুল (৪০), কমল মন্ডল (২৩), নজরুল মন্ডল, সালাউদ্দিন মঞ্জ (৩০), আলমগীর মন্ডল (৩৫), আকবর মন্ডল (৪০)সহ ২২ জনের নাম উল্লেখ করে একটি এজাজার জমা দায়ের করেন তিনি। মামলা প্রক্রিয়াধীন। ভাংচুরের ঘটনায় অভিযুক্ত মাহাবুল মন্ডলের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার ভাতিজা আল-আমিন বলেন, আমাদের ফাঁসাতে নিজের ঘর নিজেরা ভেঙ্গে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে জানতে চেয়ারম্যান আব্দুল মান্নান কে মোবাইল মারফত একাধীক বার কল দিলেও তিনি সাঁড়া দেন নি।  সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে  জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640