
শিক্ষা ও সাংস্কৃতিক চর্চ্চায় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধিতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেঃ আতাউর রহমান আতা
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২র পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়ের সভাপতিত্বে ব্যাপক উৎসব মুখর পরিবেশে ‘ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই মুক্তি’ এমন প্রতিপাদ্যগুলি সামনে রেখে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনীসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলো কলেজ কর্তৃপক্ষ। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসের মাঠে এ অনুষ্ঠান হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, বসন্তের এ পড়ন্ত দুপুরে অত্যান্ত নিরমল পরিবেশে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শেষ দিনের আয়োজন দেখে মনে হচ্ছে না আজ শেষ দিন। মার্চের উত্তাল দিনের আর মাত্র দুদিন পরে সেই বিভিষিকাময় ২৫ মার্চ কালো রাত। বাঙ্গালী জাতির মুক্তি এসেছিল এ মাসেই। মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন এবং নতুন প্রজন্মের মাঝে এ চেতনাকে যতবেশি আমরা ছড়িয়ে দিতে পারবো তত বেশি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সমৃদ্ধি ঘটবে। উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামী বাংলাদেশের ভবিষ্যত। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চ্চায় এগিয়ে যেতে হবে। এতে দেহ মন সুস্থ্য সবল থাকবে। বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে রাখা হয়েছিল। বিশেষ করে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বিগত সরকারের সময়ে একেবারেই ছিল উপেক্ষিত। অবহেলিত। জননেত্রী শেখ হাসিনার সরকার আজ শিক্ষা, চাকরীসহ সকল ক্ষেত্রেই নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করে চলেছেন। এই কলেজের চলমান উন্নয়নমূলক কাজ তারই প্রমাণ। তিনি বিশ্বাস করেন পুরুষের পাশাপাশি নারীর উন্নয়ন, ক্ষমতায়নে দেশ ও জাতির উন্নতি ঘটবে। তিনি আরও বলেন, শিক্ষা ও সাংস্কৃতিক চর্চ্চায় বর্তমান সরকার আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি নুর আলম দুলাল, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জালাল উদ্দিন ও কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ক্রীড়া সমন্বয়ক সহকারী অধ্যাপক ওহিদুজ্জামান। অনুষ্ঠানে সাংস্কৃুতিক সমন্বয়ক অধ্যাপক অজয় মৈত্রসহ শিক্ষক, শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এর পর মঞ্চে ছাত্রীদের অংশগ্রহনে গান ও নাচসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
Leave a Reply