মনোজিত মন্ডল,খোকসা থেকে।। কুষ্টিয়া খোকসা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খোকসা উপজেলা প্রশাসন দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খোকসা উপজেলায় দিবসটি পালিত হয়। নানা কর্মসূচির প্রথম ভাগে দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খোকসা উপজেলা বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ দিবসটি উপলক্ষে খোকসা উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, প্রাণি সম্পদ কর্মকর্তা শাহীনা বেগমসহ প্রমূখ
Leave a Reply