কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জিলা স্কুলের সাবেক ছাত্রদের উদ্যোগে ৪র্থ বারের মতো ঈদ পুনর্মিলনী ও সাবেক ছাত্রদের সম্মিলন উপলক্ষ্যে ৩দিনব্যাপি শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। মূলত স্কুল প্রাঙ্গনে শৈশব ও কৈশোরের স্মৃতি রোমন্থন ও সাবেক শিক্ষার্থীদের ব্যাচ গুলোর আত্মসম্পর্ক উন্নয়ন এবং ক্যারিয়ার ভিত্তিক নেটওয়ার্কিং বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সাল থেকে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে আশির দশকের সাবেক শিক্ষার্থী থেকে আরম্ভ করে ২০১৮ সাল অবধি প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে হৃদউৎফুল্ল পুনর্মিলন সৃষ্টির লক্ষে আসন্ন ২০২৩ ঈদ-উল-ফিতর এর ১ম, ২য় এবং ৩য় দিন দিবারাত্রি কুষ্টিয়া জিলা স্কুলের মাঠ প্রাঙ্গনে ব্যাচগুলোর ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, ৪র্থ আসরে ১৯৮০ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক ক্রিকেট দলের জন্য আয়োজিত ২০২৩ সালের টুর্নামেন্টে নিবন্ধনের জন্য তারিখ চূড়ান্ত নির্ধারণ করা হয়েছে ২০২৩ সালের ১৫ ই মার্চ থেকে ৫ই এপ্রিল পর্যন্তনিবন্ধনের ফর্ম এবং যাবতীয় তথ্যের জন্য কেন্দ্রীয় সমবায় ব্যাংক প্ল্যাজা ভবনের ২য় তলায় অবস্থিত ট্রাষ্ট কম্পিউটারের কার্যালয়ে জরুরী ভিত্তিতে ঝঝঈ ২০০৫ ব্যাচের শিক্ষার্থী, ট্রাষ্ট কম্পিউটার এর স্বত্ত্বাধিকারী এবং দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদদের নির্বাহী বনি সিদ্দিকী ও এমএ মমিন সাথে যোগাযোগের অনুরোধ করা হলো।
Leave a Reply