কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বিক্রয় ও পঁচা-বাসি শিরা ব্যবহার করে জিলাপি তৈরি এবং খাদ্য তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করাসহ প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে দধি তৈরির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। সোমবার দুপুরে মিরপুর উপজেলার আমলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয় হতে মিরপুর উপজেলার আমলা বাজারে বাজার তদারকি করা হয়। এসময় আলিম হোটেল এন্ড রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় সেখানে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে এবং মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বিক্রয় করা হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটি কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফজলুল দধি ও মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে দেখা যায় সেখানে পঁচা ও বাসি শিরা ব্যবহার করে জিলাপি ভাজা হচ্ছে এবং খাদ্য তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করা হচ্ছে, প্রতিষ্ঠানটিতে কোন মূল্য তালিকা না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে দধি তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে প্রতিষ্ঠানটি কে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ পণ্য, জিলাপি এবং ইন্ডাস্ট্রিয়াল সল্ট সকলের সামনে ধ্বংস করা হয়।
ভোক্তা-অধিকার নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
তদারকি কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোছাঃ সেলিনা আখতারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
Leave a Reply