আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ মার্চ, ১৭ মার্চ, ২৫শে মার্চ ও ২৬ শে মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল তিনটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্ততি মূলক সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, হারদী হেলথ কমপ্লেক্সের সরকারি সার্জন ডাক্তার শারমিন আক্তার, থানার ওসি অপারেশন) একরামুল হোসাইন, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সাবেদ আলী, সাবেক জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, মৎস্য অফিসার ফাতেমা কামরুন নাহার আখিঁ, বিআরডিপি কর্মকর্তা সাইলা শারমিন, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার লিয়াকত আলী, ইনেট্রেটর জামাল হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আলমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক গৌতম কুমার পাল, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান প্রমুখ।
Leave a Reply