দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, দৌলতপুর সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসন ও সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর নির্বাচন অফিসার মো. গোলাম আজম। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। এরআগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’।
Leave a Reply