
বসত বাড়ী ভাংচুর, গবাদি পশু,গৃহসামগ্রী লুট ॥ পৈশাচিক তান্ডব ॥ নিরাপত্তাহীন নারী-শিশু
পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ
কাগজ প্রতিবেদক ॥ ছবিতে রাতের আঁধারে ভেঙ্গে ফেলা এক সাধারণ এলাকাবাসীর ঘরের করগেট টিনটি লুট করে নিয়ে যাচ্ছেন প্রতিপক্ষের এক নারী সদস্য। রাতের আঁধারে পুরুষ সদস্যরা ঘুমিয়ে থাকা নিরিহ নারী-পুরুষের উপর হাসুয়া, লাঠি, দা নিয়ে বেপরোয়া হামলা চালিয়ে সেমি পাকা, পাকা, করগেট টিনের ঘর ভেঙ্গে ফেলে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাব পত্র, গবাদি পশু লুট করে নিয়ে যায়। আর দিনের বেলায় নারী-শিশুদের দিয়ে ওই হামলাকারীরা ঘরের করগেট টিন, বাঁশ-কাঠ, লোহা, ঘরের আবসাব পত্র, ইট পাচার করে থাকে। এ অবস্থা চলছে গত এক মাস যাবত কুষ্টিয়া কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে একজন পল্লী চিকিৎসক হত্যাকান্ডকে কেন্দ্র করে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য এলাকাবাসীর পক্ষ থেকে ৩টি মামলা হয়েছে। গত ১২ ফেব্র“য়ারী এলাকার মকবুল বিশ্বাস তার ক্ষতিগ্রস্থ্য সম্পদের বিবরণ, নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে কুষ্টিয়া কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন যার নং ৪৪/২৩, একই বিবরণে গত ১৬ ফেব্র“য়ারী অপর মামলাটি করেন হাচেন প্রামাণিক যার নং ৫০/২৩ এবং একই দিনে শিরিনা খাতুন বাদী হয়ে হামলাকারী এলাকার মন্টু বিশ্বাসের পুত্র মজিদ বিশ্বাস, সোবহান বিশ্বাসের পুত্র রবিউল বিশ্বাস, কাশেম প্রামাণিকের পুত্র টিপু প্রামাণিক, আকবর প্রামাণিকের পুত্র কাশেম প্রামাণিক ও ভাদু বিশ্বাসের পুত্র সামছুল বিশ্বাসসহ প্রায় ৪০ জনের নাম উল্লেখ্য করে লুট, ভাংচুর, ফসল কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। কিন্তু এখন পর্যন্ত দফায় দফায় ওই হামলাকারীরা এলাকায় প্রতিদিন দিনে-রাতে বেপরোয়া হামলা-ভাংচুরের ঘটনা ঘটলেও পুলিশ এজাহার ভুক্ত একজন আসামীকে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এতে এলাকার নারী-শিশুসহ সাধারণ মানুষ আতংকে রাত কাটাচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, তিন বছর আগে এলাকার সাবেক মেম্বার জাবেদ আলীর কাছ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে জহুরল ইসলাম জমি বন্ধক নেয়। জমি ছেড়ে দেয়ার পর তার পাওনা টাকা নিয়ে দুইজনের মধ্যে বাক বিতন্ডা বাধে। কয়েক দফায় এলাকাবাসী বসে তাদের মধ্যে সমঝোতা করে দেয়। এর মধ্যে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী ছিলেন সাবেক মেম্বার আবুল কাশেম। তার নানা অপকর্মের কারণে এলাকার জনপ্রিয় ব্যক্তি এলাকার কৃষক মকবুল বিশ্বাসের পুত্র সজিব বিশ্বাস ওরফে সবুজ জনধারণের ভোটে বিজয়ী হয়। এ ঘটনায় পরাজিত মেম্বার প্রার্থী আবুল কাশেম সদ্য বিজয়ী সজিব ওরফে সবুজ মেম্বারের প্রতি প্রতিহিংসা পরায়ন হয়ে উঠে এবং চরজগন্নাথপুরের হাজী পাড়া ও পাশ্ববর্তি এলাকা থেকে তার জ্ঞাতী গোষ্টিকে নিঃশ্বেস করতে মনে মনে ফন্দি আটেন। ঘটনার দিন গত ২ ফেব্রয়ারী পাওনা টাকা চাইতে জহুরুল জাবেদ আলীর বাড়ীতে উপস্থিত হয়। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকটির এক পর্যায়ে জাবেদ আলী তার ভাই-ভাস্তে নিয়ে জহুরুলের উপর হামলা চালিয়ে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে পালিয়ে জহুরুল তার নিজ বাড়ীতে যেয়ে আশ্রয় নেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জহুরুলের ভাইসহ আত্মীয় স্বজনরা এগিয়ে আসলে জাবেদ আলী বনাম জহুলের গ্র“পের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় জাবেদ আলী গ্র“পের নিহত পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক প্রতিপক্ষকে ফালা মারতে গেলে সে পড়ে যায়। এ সময় কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পথে সে মারা যায়।
এদিকে সংঘর্ষের দিন দুই পক্ষকে এমন প্রাণঘাতি সংঘর্ষ এড়াতে এলাকার সাবেক মেম্বার জাবেদ আলীর আত্মীয় বয়োবৃদ্ধ ইদ্রিস আলী, মসজিদের ঈমাম ও খামার ব্যবসায়ী রবিউল ইসলাম, মকবুল হোসেন বিশ্বাস, হান্নানসহ এলাকার কয়েকজন শান্তিপ্রিয় মানুষ তাদের অনুরোধ জানায়। ধারণা করা হচ্ছে এই অপরাধে আক্কাচ আলী বিশ্বাস, মোঃ রহমান বিশ্বাস, বকুল বিশ্বাস, শুকুর বিশ্বাস, নাসির বিশ্বাস, জাফর প্রামাণিক, টিপু প্রামাণিক, লিটন প্রামাণিক, জিকু প্রামাণিক, বাসার প্রামাণিক, কাশেম প্রাশাণিক, রইচ প্রামাণিক, ইউসুফ প্রামাণিক, ইউনুচ প্রামাণিক, রাতুল প্রামাণিক, মিলন প্রামাণিক, লালন প্রামাণিক, মিজান প্রামাণিক,আসাদুল প্রামাণিক, নিজাম প্রামাণিক, স্বপন প্রামাণিক, মজিদ কাজী, জিয়া কাজী, রেজাউল কাজী ও আসালাম কাজীরাসহ কয়েক প্রায় ১শ হামলাকারীরা গত এক মাস যাবত হাজী পাড়ার আকরাম বিশ্বাস, মকবুল বিশ্বাস ও সবুজ বিশ্বাসের বসত ঘর, গবাদি পশু, পাকা ঘর, মাঠের ফসলের উপর দফায় দফায় হামলা করে তাদের প্রায় ২ কোটি টাকার সম্পদ লুট ও বিনষ্ট করেছে। বর্তমানে এখন যারা এ ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নয় ইয়াছিন প্রামাণিক, ইসলাম প্রামাণিকের বাড়ী ঘর ভাংচুর, লুট পাট চালিয়ে তাদের সর্বশান্ত করেছে। তাদের ভয়ে মকবুল বিশ্বাস, সবুজ বিশ্বাসের পরিবার উক্ত এলাকার পুরুষ, নারী,
শিশু, বৃদ্ধ, যুবক, কিশোর এখন ঘর ছাড়া হওয়ায় এলাকাটি জনশুন্যে পরিণত হয়েছে। রাতের আধাঁদের হাতে গোনা কয়েকজন পুলিশ ও হামলাকারীদের এলাকায় এখন অবাধ বিচরণ। এ অবস্থায় নিরাপত্তা চেয়ে আক্কাচ আলী বিশ্বাসহ ৩১ জনের নাম উল্লেখ্য করে কুমারখালী থানায় ক্ষতিগ্রস্থ্য মকবুল বিশ্বাস একটি এজাহার দায়ের করেছেন। এ ব্যাপাওে নাম প্রকাশে অনিচ্ছুক মকবুল বিশ্বাসের আত্মীয় জানিয়েছেন, প্রতি রাতে তাদের আতংকে সময় কাটে। পরিবারের ছেলে-মেয়ে নিয়ে তারা এখন নিরাপত্তাহীনাতয় ভুগছে। এলাকায় কেউ যেতে পারছেন না। একটি নির্ভরযোর্গসুত্র জানিয়েছে, গত ১৯ ফেব্র“য়ারী আকরাম বিশ্বাসহ ১৭ জন জামিন পেয়ে এলাকায় প্রতিপক্ষসহ ঘটনার সাথে জড়িত নয় এমন বাড়ী ঘরে হামলা-লুট-পাট করছেন। তাদের ভয়ে এলাকার শান্তিপ্রিয় মানুষ কোন ভাবেই এলাকায় দাঁড়াতে পারছে না। ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ অবস্থায় ইদ্রিস আলী সম্প্রতি কুষ্টিয়া পুলিশ সুপারের নিকট অভিযোগ ও সুষ্ঠু প্রতিকার এবং এলাকার আইনশৃ্যংলা পরিস্থিতির বিবরণ, নিজের ও এলাকার নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতঃ ও এবং শান্তিপূর্ণ বসবাসের জন্য একটি লিখিত আবেদন করেন। কিন্তু আবদেন করার পরও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছে। এ ব্যাপারে কুষ্টিয়া কুমারখালী থানার অফিসার ইনচার্জ মহসীন হোসেন জানিয়েছেন, এ ঘটনায় চারটি মামলা হয়েছে। আমাদের চেষ্টা রয়েছে এলাকায় শান্তি শৃংলা নিয়ন্ত্রণে রাখতে কিন্তু দুর্গম এলাকা হওয়ায় পুলিশ দেখলে হামলাকারীরা দুরে চরের মধ্যে পালিয়ে যায় ফলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তবে আমরা অচিরেই এলাকায় অভিযানে যাব সে বিষয়ে উর্দ্ধতন কতর্ৃুপক্ষের নির্দেশ মোতাবেক দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply