মনোজিৎ মন্ডল , খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় গোপগ্রাম ইউনিয়ন পরিষদের গুণগত কার্যাবলী মান উন্নয়নের লক্ষ্যে গোপগ্রাম ইউনিয়নবাসীর সাথে উন্মুক্ত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোপগ্রাম ইউনিয়ন পরিষদের সবুজ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গোপগ্রাম ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার জনাব রিপন বিশ্বাস। এ সময় বক্তারা বলেন ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ । তাই স্মার্ট বাংলাদেশ গড়তে গোপগ্রাম ইউনিয়নের সকল বাসিন্দাদেরকে এগিয়ে আসতে হবে। শিক্ষার মান উন্নয়ন করতে সবাই প্রচেষ্টা অব্যাহতি রাখতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ থেকে সরিয়েআসতে হবে। এ সময় বক্তারা আরো বলেন সুন্দর জীবন গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষা ব্যবস্থা যাতে বিঘ্নিত না হতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। উক্ত অনুষ্ঠানে গোপগ্রাম ইউনিয়নের সকল ইউপি সদস্য, এলাকার যুব সমাজ ,ইউনিয়নের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
Leave a Reply