দৌলতপুর প্রতিনিধি ॥ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর অবশেষে কুষ্টিয়ার দৌলতপুরের ইউএনও আব্দুল জব্বারের টনক নড়েছে। বিভিন্ন স্থানে মাটি কাটা বন্ধ করে ভেকু মেশিন সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে উপজেলা পরিষদের ভেতরে উন্নয়নের নামে বিভিন্ন ইটভাটা থেকে বিনামূল্যে নেয়া ইটের দাম পরিশোধ ও ব্যবসায়ীদের কাছ থেকে তোলা টাকা ফেরত দেয়ার সিদ্ধান্তে এসেছেন ইউএনও আব্দুল জব্বার। একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বারের প্রশাসনিক সময়ের নানা অসঙ্গতির কথা তুলে ধরে সোমবার ২০ ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। এরপরই শুরু হয় নানামুখী তোড়জোড়। ওই খবর প্রকাশের পর থেকে মাটি ও বালু কাটার বিভিন্ন স্পট থেকে সরিয়ে দেয়া হয় এক্সেভেটর (ভেকু) মেশিন। দৌলতপুর থেকে ইতোমধ্যেই ট্রাক যোগে বেশ কয়েকটি ভেকু মেশিন বের করে নেয়া হয়েছে। দীর্ঘদিন থেকে তার বদলীর কথা শোনা যা”িছল অবশেষে গতকাল উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে তার বিদায় সংম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, খবর প্রকাশের পর ইটভাটা ব্যবসায়ীদের প্রতিনিধি ডাকেন ইউএনও আব্দুল জব্বার। এ সময় ইউএনও বলেন, ‘যেহেতু মিডিয়ায় এসব নিয়ে খবর উঠেছে, সেহেতু যার কাছে যে পরিমাণ টাকার ইট নেয়া হয়েছে সেই টাকা দিয়ে দেয়া হবে। একইসঙ্গে যারা নগদ টাকা দিয়েছেন সেই টাকাও ফেরত দেয়া হবে।’ তবে ইউএনও এসব টাকা দেয়ার আশ্বাস দিলেও কবে দেয়া হবে সে বিষয়ে নিশ্চিত করে জানাননি।
প্রকাশিত খবরে বলা হয়, উপজেলার বিভিন্ন স্থান থেকে এক্সেভেটর (ভেকু) মেশিনে আবাদি জমির মাটি কাটা হচ্ছে। অবাধে তোলা হচ্ছে পদ্মার বালু। প্রশাসনের নীরবতায় বেপরোয়াভাবে এসব কর্মযজ্ঞ চালানো হচ্ছে। শ্যালো ইঞ্জিনচালিত ঝুঁকিপূর্ণ অবৈধ গাড়িতে ও ড্রাম ট্রাকে করে বিভিন্ন জায়গায় এই মাটি ও বালু সরবারাহ করা হচ্ছে যা অবগত থেকেও অজ্ঞাত কারণে ব্যবস্থা নিচ্ছেন না ইউএনও আব্দুল জব্বার। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন চাঁদাদাতা ও ভুক্তভোগীর বরাত দিয়ে আসা ওই খবরে আরো বলা হয়, ইউএনও আব্দুল জব্বারের দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনার কারণে সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট নানা অজুহাতে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে আসছে। বিভিন্ন সুবিধা দেয়াসহ উন্নয়ন ও আনুষ্ঠানিকতার নামে এসব টাকা তোলেন সিন্ডিকেট সদস্যরা। বহুল আলোচিত সমাজসেবা দপ্তরের দুর্নীতির তদন্ত প্রতিবেদন নিয়ে ইউএনওর গড়িমসির পাশাপাশি বড় বড় মাদকের ঘাঁটি এড়িয়ে শুধুমাত্র লালন অনুসারীদের সাধুসঙ্গের আস্তানাকে মাদকমুক্ত ঘোষণা করার হাস্যকর বিষয়টিও খবরে উঠে আসে। এ ছাড়া সরকারি বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে ইউএনও আব্দুল জব্বারের স্বেচ্ছাচারিতায় সাংবাদিকদের অসন্তোষ এবং সরকারি গাড়ি ইউএনওর ব্যক্তিগত কাজে ব্যবহারের কথাও খবরটিতে উল্লেখ করা হয়। সোমবার খবরটি প্রকাশের পর উপজেলা প্রশাসনে তোলপাড় শুরু হয়। দেখা দেয় খবরটিকে মিথ্যা দাবি করে কাউন্টার দেয়ার নানামুখী তোড়জোড়। খবরের সত্যতা ধামাচাপা দিতে অবৈধ সুবিধাভোগীরা ইউএনও আব্দুল জব্বারের পক্ষে সাফাই গাওয়া শুরু করেন। যদিও সুবিধাভোগীদের ওই অপতৎপরতা কাজে আসেনি।
সূত্র মতে, সোমবার রাতেই ইউএনও মোবাইল ফোনে উন্নয়নের নামে বিনামূল্যে নেয়া ইটের টাকা পরিশোধ এবং নগদ গ্রহণ করা টাকা ফেরত দেয়ার নীতিগত সিদ্ধান্তের বিষয়টি ইটভাটা মালিকদের প্রতিনিধিকে জানান। পরের দিন সমন্বয়কারী প্রতিনিধিকে অফিসে ডেকে মিডিয়ার নিউজের পরিপ্রেক্ষিতে নিজের পরিবর্তিত এই অবস্থানের কথা জানিয়ে দেন ইউএনও। এর মধ্য দিয়ে ইউএনও আব্দুল জব্বার নিজের দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনার বিষয়টি আবারো নতুন করে প্রমাণ করলেন বলে মনে করা হচ্ছে।
ভেকু মেশিন সরিয়ে মাটি কাটা বন্ধ এবং ব্যবসায়ীদের টাকা ফিরিয়ে দেয়ার উদ্যোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বার বলেন, ‘এগুলো মিথ্যা কথা। আমরা কী বলতে যাবো নাকি ভেক্যু সরায়ে নাও।’ এ সময় টাকা বা ইট নেয়া হয়নি বলে দাবি করে এসব বিষয়ে এসিল্যান্ডের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন ইউএনও।
Leave a Reply