দৌলতপু প্রতিনিধি ॥ যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালনের পিতা আফতাব উদ্দিনের মৃত্যুতে দৌলতপুর প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ শোক বার্তায় উল্লেখ করেছেন, দৌলতপুরের দিঘলকান্দি গ্রামের ছেলে ও যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালনের পিতা আফতাব উদ্দিনের মৃত্যুতে আমারা গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে আফতাব উদ্দিন ইন্তেকাল করেন। বিকেল ৩টায় স্থানীয় স্কুলমাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাযা ও দাফনে কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু সহ কুষ্টিয়া প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং দৌলতপুর প্রেস ক্লাবের সাদারণ সম্পাদক শরীফুল ইসলাম সহ দৌলতপুরের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply