কুমারখালী প্রতিনিধি ॥ যথাযোগ্য মর্যাদায় কুমারখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে কুমারখালী উপজেলা প্রশাসন ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ আল্পনা অঙ্কন, শিশুদের কবিতা পাঠের আসর, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানেরআয়োজন করে। এ উপলক্ষে ২০শে ফেব্রুয়ারী সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরের সড়কে আল্পনা অঙ্কন করা হয়। একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, থানার অফিসার ইনচার্জ মোহসিন হোসাইন, মুক্তিযোদ্ধা সংবাদ কমান্ডসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সহযোগী সংগঠন স সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
আজ সকালে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোহসিন হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, নুরুল ইসলাম নুরু, চাঁদ আলী, এটিএম আবুল মনছুর মজনু। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অন্যদিকে বিকালে স্থানীয় পাবলিক লাইব্রেরিতে আয়োজিত শিশুদের কবিতা পাঠের আসরে অংশ নেওয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও একুশে সাংস্কৃতিক ধারা সংগঠনের সভাপতি তুষার আহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply