ইবি প্রতিবেদক ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ
আবদুস সালাম বলেছেন, বাংলাদেশের সরকারি- বেসরকারি যে সকল
বিশ^বিদ্যালয় আছে, যারা বাঙালি সংস্কৃতি নিয়ে বিভিন্ন আয়োজন
করে, এটাকে ধারণ করে এবং পরিপুষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত থাকে আমার মনে হয়
তাদের মধ্যে ইসলামী বিশ^বিদ্যালয় অন্যতম। তিনি বলেন, বসন্তই বিশে^র
বাসনা। ভাইস চ্যান্সেলর বলেন, আমাদের পরিচয়, আমরা জাতিতে বাঙালি।
তিনি বলেন, বিশে^র একমাত্র বাংলাদেশে ১২ মাসে নির্দিষ্ট ৬ ঋতুর উপস্থিতি
ঘটে। হয়তো জলবায়ু পরিবর্তনেরকারণে গত কয়েকটা বছর কখনও কখনও এ
ঋতুর উপস্থিতির কিছুটা পরিবর্তন ঘটেছে। তিনি বলেন, ৬ ঋতুর আন্দলিত
এ দেশ যাঁরা গড়ে দিয়ে গেছেন, এ গড়ার পিছনে যে আন্দোলন শুরু হয়েছিল,
যে বীজ রোপিত হয়েছিল, কিংবা যে বীজের অঙ্কুরোদগম ঘটেছিল সেটা
ছিল আমাদের ভাষা আন্দোলন। আজ সেই ভাষার মাস। এ ভাষা আন্দোলনের অন্যতম
সংগঠক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা শহিদদের প্রতি
জানাই বিন¤্র শ্রদ্ধা। তিনি বলেন, ¯্রষ্টার কাছে প্রার্থনা করি, আমরা যেন
আমাদের ১২ মাসই বসন্তে বসবাস করতে পারি। গতকাল বেলা ১১ টায় বাংলা
বিভাগের আয়োজনে বাংলা মঞ্চে, বসন্ত উৎসব ১৪২৯ উদ্ধসঢ়;যাপন উপলক্ষে
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর ড. শেখ আবদুস
সালাম এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর
প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, শুধু পঠন-পাঠনের মধ্যেই আমাদের
সীমাবদ্ধ থাকলে হবে না। বাঙালি সংস্কৃতি চর্চায় আরও এগিয়ে যেতে
হবে। তিনি বলেন, আমরা বাঙালি, আমাদের সর্বক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার
করতে হবে। অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর
হোসেন ভূঁইয়া বলেন, বসন্ত উৎসব বাঙালির চেতনা ও সংস্কৃতির উৎসব।
বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে এ বিশ^বিদ্যালয় কাজ করবে এ
প্রত্যাশা রাখি। বাংলা বিভাগের সভাপতি প্রফেসর গাজী মোঃ মাহবুব
মুর্শিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী বিশ^বিদ্যালয়
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন। স্বাগত
বক্তব্য রাখেন বসন্ত উৎসব উদযাপন কমিটির আহবায়ক বাংলা বিভাগের প্রফেসর
ড. মোঃ সরওয়ার মুর্শেদ। সভা সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রফেসর ড.
বাকী বিল্লাহ বিকুল ও রোজী আহমেদ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার পূর্বে প্রশাসন ভবন চত্বর
হতে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে সমবেত হয়।
Leave a Reply