ইবি প্রতিবেদক ॥ অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহিদ দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ইসলামী
বিশ^বিদ্যালয়ের আয়োজনে বইমেলা শুরু হয়েছে। ক্যাম্পাসের বাংলা মঞ্চ
চত্বরে ১৪ ফেব্রুয়ারি হতে ২০
ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা
পর্যন্ত এ বইমেলা খোলা থাকবে।
এখানে ৫০টি স্টলে বই বিক্রয় হচ্ছে। আজ সকাল ১০ টায় ফিতা কেটে এ
বইমেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস
সালাম। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ
মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া,
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার
(ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, বইমেলা উদযাপন কমিটির আহবায়ক ও
প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন আজাদ, সদস্য-সচিব ও এস্টেট
অফিসের প্রধান মোঃ শামছুল ইসলাম জোহাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক,
কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এ বই মেলায় বিভিন্ন বিভাগ ও হল,
বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্টল বরাদ্দ নেয়া হয়েছে। এখানে বিভিন্ন
লেখক এবং প্রকাশনীর বই পাওয়া যাচ্ছে।
Leave a Reply