কাগজ প্রতিবেদক ॥ শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং, নতুন শিক্ষার্থীদের
নিজেদের দলে ভেড়াতে কোন প্রকার চাপ-চেষ্টা না করতে বিশ্ববিদ্যালয়
মঞ্জুরী কমিশনসহ মন্ত্রী পরিষদের সিন্ধান্ত হলেও কুষ্টিয়া ইসলামী
বিশ্ববিদ্যালয়ে তা কোন ভাবেই মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যলয় (ইবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি
সানজিদা চৌধুরি অন্তরা অনেকটা বেপরোয়া এর ফলে সে ও তার সঙ্গীদের
বিরুদ্ধে এক ছাত্রীকে রাতভর র্যাগিং করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত
অন্তরা পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপর
অভিযুক্ত শিক্ষার্থী তাবাসসুম ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-
২১ শিক্ষাবর্ষের এবং ভুক্তভোগী একই বিভাগের নবীন শিক্ষার্থী।
রবিবার রাতে দেশরতœ শেখ হাসিনা হলের গণরুমে রাত ১১টা থেকে
প্রায় চারটা পর্যন্ত ভুক্তভোগীকে নির্যাতন করেছে বলে জানা গেছে।
এ সময় মারধরের পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ ও ওই ছাত্রীকে
বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ভাইরাল করার হুমকি দিয়েছেন বলে
অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় ভয় পেয়ে সোমবার সকালে নিজ
বাড়িতে ফিরে গিয়েছেন ভুক্তভোগী।
সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যলয়ের প্রথম বর্ষের
ক্লাস শুরু হয়। এর আগে ভুক্তভোগী এক সিনিয়রের কক্ষে (৩০৬ নম্বর)
গেস্ট হিসেবে থাকতেন। বিভাগের নবীন বরণে ২০২০-২১ শিক্ষাবর্ষের
তাবাসসুম নবীন শিক্ষার্থীদের কারা দেশরতœ শেখ হাসিনা হলে থাকেন
জানতে চান। এ সময় ভুক্তভোগী হাত তুললে তাকে হলে উঠার আগে না
জানানোয় চটে যান এবং হলের কক্ষে (প্রজাপতি-২) দেখা করতে বলেন।
ভুক্তভোগী অসুস্থ থাকার কারণে যেতে অপারগ হলে দেখা না করার কারণে
শনিবার (১১ ফেব্রুয়ারি) ক্লাসে ফের বকাঝকা করেন তাবাসসুম। পরে
সেদিন রাতে দেখা করলে ছাত্রলীগ নেত্রী অন্তরার কাছে নিয়ে যায়। রাত
৯টা থেকে ১২টা পর্যন্ত নানাভাবে নির্যাতন করতে থাকলে ভুক্তভোগী
তাদের পায়ে পর্যন্ত ধরেন বলে জানা গেছে।
পরদিন রবিবার ভুক্তভোগীর বিরুদ্ধে ‘বেয়াদবি’ ও ‘অবৈধভাবে হলে
থাকা’র অভিযোগ তুলে হল থেকে বের করে দিলে প্রভোস্টসহ অন্যান্যরা
এসে তাকে হলে তুলে অন্তরার দায়িত্বে দিয়ে যান। একই সঙ্গে
সিনিয়রদের সঙ্গে ‘বেয়াদবি’ করবেন না বলেও মুচলেকা দেন ভুক্তভোগী।
পরে রাত ১১টার দিকে তাবাসসুম ফের ভুক্তভোগীকে গণরুমে ডেকে
নিয়ে যান। সেখানে অন্তরাসহ অন্যান্য ৫/৬ জন ছাত্রী ছিলেন। সকলে
মিলে রাত প্রায় ৪টা পর্যন্ত ভুক্তভোগীকে নির্যাতন করেন বলে জানা
গেছে। এ সময় মারধর অশ্লীল ভাষায় গালিগালাজ, বিবস্ত্র করা সহ
নানাভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ ভুক্তভোগীর।
ভুক্তভোগী বলেন, গণরুমে এনে সবাই মিলে আমাকে মেরেছে। রাত
১১টা থেকে রাত প্রায় ৪টা পর্যন্ত আমাকে থাপড়াইছে, গায়ে-মাথায়
মেরেছে, পায়ে পিন ফুটিয়েছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে,
জামা খুলতে বলেছে।
আপুরা প্রভোষ্ট স্যারের বিরুদ্ধে বিভিন্ন বিষয় লিখে দিয়ে বলেছে,
হাসবি আর এগুলা বলবি। সব তারা ভিডিও করে রেখেছে। আপুরা মারার
সময় বলতেছিল ‘মুখে মারিস না, গায়ে মার যেন কাউকে দেখাতে না
পারে।’ একটি সুত্র জানিয়েছে, ওই সহ-সভাপতি বিশ্ববিদ্যালয়ের এক
শীর্ষ নেতার আশির্বাদ পুষ্ট হওয়ায় তিনি এতটা বেপরোয়া।
Leave a Reply