নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে এবারের আসরেও। ম্যাচের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, ১৫-২০ রান বেশি হলে ভালো কিছু হলেও হতে পারতো।
কেপ টাউনে বাংলাদেশ টস জিতে পুরো ২০ ওভার ব্যাট করলেও ৮ উইকেটে তুলতে পারে ১২৬ রান। লক্ষ্য বেশি না হলেও এই রান করতে গিয়েই শুরুতে শ্রীলঙ্কাকে হিমশিম খেতে হয়েছে। মারুফার দুর্দান্ত বোলিং ২৫ রানে পড়েছে ৩ উইকেট। তার পর অবশ্য বাংলাদেশ তাদের পরীক্ষায় ফেলতে পারেনি। ওপেনার হারশিথা সামারাবিক্রমার ৬৯ রানের অপরাজিত ইনিংসে ১০ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে।
পরাজয়ের পর জ্যোতির কণ্ঠে আক্ষেপ ঝরেছে এভাবেই, ‘আমাদের ১৫-২০ রানের ঘাটতি ছিল। এই ধরনের উইকেটে ১৪০ রানের বেশি করতে পারলে দারুণ হতো। কারণ, তাদের ব্যাটিং অনেক শক্তিশালী।’
প্রথম ১০ ওভারে বাংলাদেশ করেছে ৭২ রান। অথচ পরের ১০ ওভারে এসেছে ৫৪! শেষ ৫ ওভারে ৩২ রান নিতে গিয়ে হারিয়েছে ৫ উইকেট। জ্যোতি এই ব্যর্থতার কথা স্বীকার করে বলেছেন, ‘আমাদের শুরুটা ভালো ছিল, কিন্তু দশম ওভারের পর ভালো করতে পারিনি। ষষ্ঠ ওভারের পর বাউন্ডারি মারতে পারিনি। ওখানে আমাদের ঘাটতি ছিল। যার মূল্য আমাদের দিতে হয়েছে।’
Leave a Reply