আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গার হাকিমপুরে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও নগ্ন ছবি দেখিয়ে ব্লাক মেইলের ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে। শনিবার রাতে ওই গৃহবধূর শশুর আনোয়ার হোসেন বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত শুকুর আলি (৪০) উপজেলার সাহেবপুর গ্রামের ইউসুফ আলির ছেলে।
এজাহার সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের হাকিমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা। গত ৬ বছর পূর্বে চুয়াডাঙ্গা সদর সরোজগঞ্জ এলাকার বোয়ালিয়া গ্রামের সুলতান আহম্মেদের মেয়ের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের ১ বছর পর সোহেল কুয়েতে পাড়ি জমায়। গত দেড় বছর পূর্বে তার পিতার বাড়ি নির্মাণের সময় রাজমিস্ত্রি শুকুর আলির সাথে পরিচয় ওই প্রবাসীর স্ত্রীর। প্রবাসী সোহেলের সাথে তার স্ত্রীর ভিডিও কলের অন্তরঙ্গ মুহুর্তের ছবি সংগ্রহ করে শুকুর আলি।
গত ৬ মাস যাবৎ ওই ছবি ও ভিডিও দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ব্লাক মেইল করতে থাকে। এছাড়াও শারীরিক সম্পর্ক না করলে ভিডিও নেটে ছড়িয়ে দেবার হুমকি দেয় রাজমিস্ত্রি শুকুর আলি। গত ১০শে জানুয়ারি শুক্রবার রাত ৯ টার দিকে অভিযুক্ত শুকুর আলি ও অজ্ঞাত সহযোগী মোটরসাইকেলে এসে আনোয়ার হোসেনের বাড়ির সামনে লিফলেট ছিটিয়ে যায়। লিফলেটে ওই প্রবাসী গৃহবধূ ৫ টি নগ্ন ছবি ও বিভিন্ন কুৎসিত জনিত কথা লেখা ছিলো।
এঘটনায় প্রবাসীর স্ত্রীর শশুর আনোয়ার হোসেন বাদি হয়ে রাজমিস্ত্রি শুকুর আলির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এক প্রবাসীর স্ত্রীর নানা ধরনের ছবি মোবাইল ফোনে ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে রাজমিস্ত্রি শুকুর আলির বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Leave a Reply