মিরপুর প্রতিনিধি ॥ বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ, বহলবাড়ীয়া সহ কয়েকটি ইউনিয়নে পদযাত্রা পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলা বিএনপি ও দলটির বিভিন্ন সংগঠনের নেতারা এই পদযাত্রায় অংশ নেয়। পদযাত্রা কর্মসূচি পালনকালে নেতারা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী এ সরকারকে কঠোর আন্দোলনের মাধ্যমে বিদায় করে নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে। বিএনপি নেতারা আরো বলেন, সরকার দিনের ভোট রাতে করে জাতীর সাথে তামাশা করে ক্ষমতার মসনদে বসে দেশতাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারন মানুষের ক্রয়সীমা অতিক্রম করে মানুষকে পথে বসিয়েছে। তাই সরকার
হঠাতে আগামীতে আন্দোলনের বিকল্প কিছু দেখছি না।
Leave a Reply