আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গার ওসমানপুরে জমির উপর মাটির স্তুপ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বাজার কমিটির সভাপতি ইব্রাহিম আলী ও অপর পক্ষের শাহাজান আলী আহত হয়েছেন।
গতকাল বেলা ১১ টার দিকে ওসমানপুর বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শি সুত্রে জানান,আলমডাঙ্গার ওসমানপুর বাজার সংলগ্ন স্থানে মৃত আফসার মন্ডলের ছেলে শাহাজান আলীর জমি রয়েছে। গরু ট্রাকে উঠানোর জন্য ওই জমিতে একই গ্রামের শুকনাল মন্ডলের ছেলে বাজার কমিটির সভাপতি ইব্রাহিম আলী মাটির স্তুপ করে উঁচু করছিলেন। এ ঘটনা জানার পর শাহাজান আলী নিষেধ করেন। তর্কাতূকির এক পর্যায়ে শাহাজান আলী ও তার সাথে থাকা লোকজন বাজার কমিটির সভাপতি ইব্রাহিমের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। এ সংবাদ জানার পর ইব্রাহিমের ভাইসহ অন্যান্য লোকজন ঘটনাস্থলে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শাহাজান আলীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। বাজার কমিটির সভাপতি ইব্রাহিমের মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। এদিকে শাজাহানের অবস্থা আশংকাজনক হওয়াই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি গ্রহণ করেছেন।
Leave a Reply