কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে তিন দিনের কৃষি মেলা ও সাতদিনের তাঁত শিল্প বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম চত্বরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সাত দিনব্যাপী তাঁত শিল্প বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ কৃষি মেলার ও তাঁত শিল্প বিষয়ক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে কৃষি মেলার উদ্বোধণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস ও তাঁত শিল্প বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপ পরিচালক ড. হায়াত মাহমুদ, সভার মেয়র সামছুজ্জামান অরুণ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, রানা টেক্সটাইলের পরিচালক মাসুদ রানা, তাঁত বোর্ডের এজিএম মেহেদী হাসান। উল্লেখ্য, কৃষি মেলায় নারী উদ্যোক্তাদের স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। আর সকাল থেকেই উদ্যোক্তাদের স্টলে দর্শনার্থী ও ক্রেতা সাধারণের ভীড় দেখা গেছে।
Leave a Reply