1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:45 am

পুর্ব শত্র“তার জেরে মিরপুরে যুবক খুন, গ্রেফতার

  • প্রকাশিত সময় Wednesday, February 8, 2023
  • 236 বার পড়া হয়েছে

মিরপুর প্রতিনিধি॥ কুষ্টিয়া মিরপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুলতান উল আলম লিংকন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার মোশাররফপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সুলতান উল আলম লিংকন একই মহল্লার আবদুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ঘটনার প্রতিবাদে বুধবার দুপুর ১২টায় স্থানীয় এলাকাবাসী মিরপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ ঘটনায় নিহতের পিতা আব্দুররশিদ বাদী হয়ে ৭ জনকে আসামী করে স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারী) সকালে মিরপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মিরপুর পৌরসভার মোশাররফপুর মহল্লার করিম বক্সের ছেলে শাহিন মল্লিক ও রাজ্জাক মল্লিকসহ তাদের লোকজনের সাথে নিহত সুলতান উল আলম লিংকনের পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় উভয় পরিবারের মধ্যে হাতাহাতি ও গোলযোগ ছড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর জখন হন সুলতান উল আলম লিংকন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।  মিরপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষরা সুলতান উল আলম লিংকনকে ছুরিকাঘাত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে  তার মৃত্যু হয়। এ হত্যাকান্ডে ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640