1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 1:27 pm
শিরোনাম :
গাঁদা ফুল চাষ ডেনমার্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উপকেন্দ্রে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হয়েছেন : ইউক্রেইন পশ্চিম তীরে গ্রামবাসী ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ডায়াবেটিস বা স্থূলতায় মিলবে না ভিসা উচ্চারণের জন্য কটাক্ষের শিকার দীপিকা এখন ৫০০ কোটির মালিক কেটে বাদ দেওয়া হলো দীপিকার লিভারের একাংশ কবরীর অসমাপ্ত সিনেমা শেষ করে ছেলের নতুন পরিকল্পনা শাকিব খানের ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে

লেখাপড়ার মান নিম্নমুখী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কমছে বিদেশি শিক্ষার্থী ইউজিসির দৃষ্টি আকর্ষণ

  • প্রকাশিত সময় Tuesday, February 7, 2023
  • 102 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ মাথাভারী প্রশাসন, লেখাপড়ার নিম্নমমুখী, টিউশন ফি বৃদ্ধি, সেশনজট, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্বসহ নানা অব্যবস্থাপনার কারণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। আগে প্রতি শিক্ষাবর্ষে গড়ে ১৪ জন করে শিক্ষার্থী ভর্তি হলেও সম্প্রতি কমেছে। গতবছর (২০২০-২১ শিক্ষাবর্ষে) মাত্র একজন এবং চলতি ২০২১-২২ শিক্ষাবর্ষে এখন পর্যন্ত তিনজন ভর্তি হয়েছেন। কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডিতে মোট ৬০জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। বর্তমানে অধ্যয়নরত ২০ জন। করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকায় কিছু শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে চলে গেছেন।

তথ্যমতে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতকে ৯, স্নাতকোত্তরে তিন ও পিএইচডিতে চারজনসহ মোট ১৬ বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। ২০২০-২১ শিক্ষাবর্ষে একজন এবং চলতি বছরে তিনজন ভর্তি হয়েছেন। শিক্ষার্থী কমার পেছনে ফরেন সেলের নির্দিষ্ট অফিস না থাকা এবং লোকবল সংকটকে দায়ী করেছেন ওই অফিসের কর্তব্যরতরা। তারা বলছেন, নির্দিষ্ট অফিস না থাকায় শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারছেন না। ফলে দিনদিন কমছে শিক্ষার্থীর সংখ্যা।

নেপাল থেকে আসা এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে আমাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়া হয় না। স্কলারশিপ নিয়ে ভর্তি হলেও সব ফি গুনতে হয়। আগে হল ফি ছিল ৫০ ডলার, বর্তমানে ২০০ ডলার করে নেওয়া হচ্ছে। সবমিলিয়ে খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে।’

ফরেন সেলের কর্মকর্তা সাহদৎ হোসেন বলেন, নির্দিষ্ট লোকবল না থাকায় শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারছেন না। ব্যক্তিগত উদ্যোগে তিনজনকে ভর্তি করা হয়েছে। আমরা দায়িত্বের অতিরিক্ত হিসেবে এখানে কাজ করছি। এজন্য ভাতা দেওয়ার কথা থাকলেও সেটা দিচ্ছে না।

এ বিষয়ে ফরেন সেলের সদ্য সাবেক পরিচালক ও বর্তমান প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিদেশি শিক্ষার্থীদের খরচের বিষয়ে কোনো নীতিমালা ছিল না। একজন শিক্ষার্থীর চার বছরে কত খরচ হবে সেটি নতুন করে করা হয়েছে। আশা করি আগামীতে ভালো সংখ্যক শিক্ষার্থী পাবো। তবে এ সব বিষয়ে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের রয়েছে বিস্তর অভিযোগ। তারা বলছেন,  মাত্র সাড়ে ৩ বছর আগেও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স, ফলিত রসায়নসহ বেশ কয়েকটি বিভাগে বিদেশী ছাত্র-ছাত্রীদের সংখ্যা বাড়ছিল তখন হটাৎ করেই তা কেন কি কারণে নিম্নমুখী হলো।  কারণ হিসেবে তারা বলছেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়টা বর্তমানে একটা মাথা ভারী প্রশাসনে পরিণত হয়েছে। কাজের চাইতে মর্যাদা নিয়ে দৌড়াদৌড়ি, শ্রেণী কক্ষের চাইতে রাজনীতিতে ঝোঁক বেশি। শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়হীনতা,  অদক্ষ প্রশাসনিক কাঠামো এবং লেখাপড়ার মান নিম্নমুখী হওয়াও ওই সব কারণের মধ্যে অন্যতম। বিদেশী শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে আসলে যেমন বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি পায় তেমনি ভাবে আন্তজার্তিক ভাবে বিশ্ববিদ্যালয়টি ধিরে ধিরে একটা জায়গায় অবস্থান তৈরিতে সক্ষম হয়। কিন্তু গত কয়েক বছর সে সব দিকে বর্তমান প্রশাসনের কোন নজর নেই। এ সব বিষয়ে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন বা ইউজিসির দৃষ্টি আকর্ষণ করেছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640