কুমারখালী প্রতিনিধি ॥ পর্যটন ও উদ্যোক্তা অ্যপস উদ্বোধনের মধ্যদিয়ে নতুন দিগন্তে পৌঁছাল কুমারখালীর সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ও উদ্যোক্তাদের প্রতিষ্ঠান। এখন থেকে গুগল প্লে থেকে কুমারখালীর পর্যটন ও উদ্যোক্তা অ্যাপসটি মোবাইল ফোনে ডাউনলোড ও ইন্সষ্টল করা যাবে। আর সেই সাথে শুধু দেশ থেকেই নয় পৃথিবীর যে কোন প্রান্ত থেকে কুমারখালীর পর্যটন কেন্দ্রের ও উদ্যোক্তাদের বিষয়ে জানা যাবে। আজ মঙ্গলবার দুপুরে ঐতিহ্যের পর্যটন উদ্ভাবনে উন্নয়ন প্রতিপাদ্যে কুমারখালীর পর্যটন ও উদ্যোক্তা অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। জেলা প্রশাসকের সভাকক্ষে এই অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আরিফউজ্জামান, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল সহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠ সূত্রে জানাযায়, সম্প্রতি কুষ্টিয়া জেলা প্রশাসকের উৎসাহে এই উপজেলার ২২ টি পর্যটন কেন্দ্র এবং শতাধিক উদ্যোক্তাকে তালিকাভুক্ত করে ‘ কুমারখালীর পর্যটন ও উদ্যোক্তা’ মানচিত্র ও অ্যাপস তৈরীর উদ্যোগ নেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। এ বিষয়ে কুমারখালীর কবি ও নাট্যকার লিটন আব্বাস বলেন, শত ঐতিহ্যের সোনালী নাম কুমারখালী। বহু গুণীজনের জন্ম ও পদচারণায় মুখরিত (তৎকালীন মহাকুমা) দেশের ঐতিহ্যবাহী এই উপজেলা। এই উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে ঐতিহাসিক নিদর্শন। যা এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এ ছাড়াও এখানে গড়ে উঠেছে প্রায় শতাধিক উদ্যোক্তার ছোট-বড় উদ্ভাবনী প্রতিষ্ঠান। তাঁদের উৎপাদিত পণ্য সামগ্রী দেশ-বিদেশে বিক্রিও হচ্ছে। এতে আর্থিকভাবে সাবলম্বি হচ্ছে উদ্যোক্তারা এবং বেকারত্ব দুর হচ্ছে গ্রামীণ অবহেলিত নারী ও যুবকদের। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল বলেন, কুমারখালীর পর্যটন ও উদ্যোক্তা অ্যাপসে উপজেলার প্রায় শতাধিক উদ্যোক্তা ও ২২ টি পর্যটন কেন্দ্র স্থান পেয়েছেন। এখন থেকে গুগল প্লে থেকে পর্যটন ও উদ্যোক্তা কুমারখালী অ্যাপসটি মোবাইলে ডাউনলোড ও ইন্সষ্টল করা যাবে। আর সেই সাথে শুধু দেশ থেকেই নয় পৃথিবীর যে কোন প্রান্ত থেকে কুমারখালীর পর্যটন কেন্দ্রের ও উদ্যোক্তাদের বিষয়ে জানা যাবে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের দৃশ্যমান স্থানে কুমারখালীর পর্যটন ও উদ্যোক্তা মানচিত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply