মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত সুলতানপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলামের অবসর জনিত বিদায় সংবর্ধান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে
মাদরাসার হলরুমে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, প্রেস ক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, মাদরাসার বিদ্যোসাহী সদস্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, পৌরসভার প্যানেল মেয়র সাংবাদিক জমির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম ফজলুর রহমান। বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষক রফিকুল ইসলাম। মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক আলম আলী ও সহকারী মৌলভী আব্দুল্লাহ আল মামুনের যৌথ পরিচালনায় এ সময়ে ভেদামারী আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী, সুলতানপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুল ওয়হাব, শ্রীরামপুর দাখিল মাদরাসার সুপার আজিজুল হক, ধলসা পয়ারী দাখিল মাদরাসার সুপার আজিজুল রহমান, সদরপুর সিদ্দিকীয়া মাদরাসার সুপার শেখ মহিউদ্দিন, আশাননগর আনঝুচর সিদিকীয়া মাদরাসার সুপার নুরুল ইসলাম, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহাম্মেদ, মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান কোকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply