ইসলামী বিশ^বিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২৩ তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইসলামী বিশ^বিদ্যালয় তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির আয়োজনে, প্রশাসন ভবনের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে এবং এপিএ ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাসের পরিচালনায় উদ্বোধনী সভায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন কমিউনিকেশন এ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের খন্ডকালীন শিক্ষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ডাইরেক্টর (ইন-চার্জ) ও অথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির সদস্য ড. আমানুর আমান। এ কর্মশালায় বিভিন্ন অনুষদীয় ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ গ্রহন করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply