কাগজ প্রতিবেদক ॥ দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আজ সোমবার থেকে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ ঘোষণার প্রতিবাদে আজ সোমবার দুপুরে মানববন্ধন করেন কুষ্টিয়া শহরের শাপলা চত্বর ও এনএস রোডের স্থানীয় ব্যবসায়ীরা। মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, লকডাউনের সিদ্ধান্ত বাতিল করতে হবে। যদি তা সম্ভব না হয়, লকডাউনের মধ্যে চার ঘণ্টা মার্কেট খোলা রাখার দাবি জানান তারা। স্বাস্থ্যবিধি মেনে যদি বইমেলা চলতে পারে তাহলে স্বাস্থ্যবিধি মেনে আমরা কেন ব্যবসা চালাতে পারব না? ব্যবসায়ীরা অবিলম্বে লকডাউন প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে ব্যবসায়ীরা আরও বলেন, সরকারি সব নির্দেশনা মেনে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালু রেখে আমাদের পরিবারের জন্য রুটি-রুজীর ব্যবস্থা করতে চাই। তাই লকডাউন শিথিল করে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালুর দাবি জানান ব্যবসায়ীরা।
Leave a Reply