কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা সমাপ্ত হয়েছে। আজ বিকাল সাড়ে ৪ টায় সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন, সরকারি কলেজের প্রভাষক মাসুদ রানা। বক্তব্য রাখেন, সাংবাদিক হাবীব চৌহান। এর আগে অন লাইনে উদ্যোক্তাদের উদ্ভাবন ও পন্যে প্রচার প্রচারনার প্রসারের কৌশল বিনিময় বিষয়ক কর্মশালা পরিচালনা করেন আইটি উদ্যোক্তা এ আই আলী। লোচনা সভা শেষে উদ্যোক্তাদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply