কুমারখালী প্রতিনিধি ॥ ঐতিহ্যের পর্যটন, উদ্ভাবনে উন্নয়ন প্রতিপাদ্যে কুষ্টিয়ার কুমারখালীতে দুই দিনব্যাপী জমজমাট উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতাকেটে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। পরে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী।
মেলার ২০টি স্টলে প্রায় শতাধিক উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সহ কুমারখালীর ঐতিহ্যবাহী কুলফি মালাই, তিলের খাজা, শন পাপড়ি, খেজুরের গুড়, মটকা চা, ফিলিপাইনস গান্ডারি, লুঙ্গি, বেডশিট, গামছা, তোয়ালে, বেড কভার, ফুল ব্যাগ, রঙিন তোয়ালে, জিন্স প্যান্ট, হাতে তৈরি ব্যাগ, তাল পাতার হাতপাখা, মাটির তৈজসপত্র, ছোট-বড় নানা প্রজাতির (রঙিন)মাছ উপস্থাপন করা হয়েছে। আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। তাই উপজেলা প্রশাসনকে উদ্যোক্তা মেলার আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহাসিক নিদর্শন সমূহগুলোকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য অ্যাপ তৈরী ও উদ্যোক্তাদের পরিচিতির প্রসারের জন্য উদ্যোক্তা মানচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসক পর্যটন শিল্প ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসারে প্রচারণা চালানোর জন্য স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো।
Leave a Reply