কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে নানা আয়োজনে বিদ্যার দেবী সরস্বতী পুজা উদযাপন করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বাসা বাড়ীতেও এ পুজার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে কুমারখালী সরকারি কলেজ ও সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখাগেছে, সরস্বতী পুজা উদযাপনে জমজমাট আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, শিক্ষায় উন্নতি লাভের আশায় বিদ্যা ও জ্ঞানের দেবীর প্রতি প্রার্থনা সহ পূজা অর্চনা করে। কুমারখালী সরকারী কলেজের অধ্যক্ষ বিনয় কুমার সরকার জানান, সরস্বতী পুজা উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষার্থীরা। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, সরস্বতী পুজা উদযাপন উপলক্ষে কুমারখালী উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এতে অংশগ্রহণের জন্য বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।
Leave a Reply