1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 7:16 pm
শিরোনাম :
খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের গোলাপ চাষ মার্কিন সামরিক ঘাঁটিতে ‘সাদা পাউডারের সন্দেহজনক প্যাকেট’ খোলার পর কয়েকজন অসুস্থ

গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলছে

  • প্রকাশিত সময় Monday, April 5, 2021
  • 130 বার পড়া হয়েছে

লকডাউনেও সড়ক সচল। চলাচল করছে মানুষ। রাজধানীর সব সড়কেই শুধুমাত্র গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করছে। ভিআইপি সড়কসহ রাজধানীর সড়কে লকডাউনের প্রথমদিনে রিকশা ও সিএনজি অটোরিক্সার রাজত্ব চলছে। বাদ যায়নি মোটরসাইকেল, প্রাইভেটকার, পিকআপ ভ্যান, মিনি ট্রাক। সড়কে শুধু অনুপস্থিত বাস মিনিবাসসহ গণপরিবহন।
সব সড়কে রিকশা ও সিএনজি অটোরিকশা চালকদের ছিল পোয়াবারো অবস্থা। চড়া ভাড়ায় তাদেরকে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। গণপরিবহন না থাকায় রাজধানীর সর্বত্রই অফিসগামী মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।
সোমবার লকডাউনের প্রথম দিনে সকাল থেকেই রাজধানীর সড়কে রিক্সা, সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের সরব উপস্থিতি ছিল। সকাল ১১টার দিকে সব ধরনের যানবাহনের চাপে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার সিগনালে যানজটের সৃষ্টি হয়।
উত্তরা থেকে বিভিন্ন ধরনের যানবাহন অন্যান্য দিনের মতোই রাজধানীতে প্রবেশ করেছে। সব যানবাহন বিমানবন্দর পার হওয়ার পর একটানে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় চলে আসে। অন্যান্য দিন এই সড়কে বাস মিনিবাসহ গণপরিবহনের চাপের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। কিন্তু সোমবার লকডাউনের প্রথম দিনে সড়কে গণপরিবহনের উপস্থিতি না থাকলেও প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান, রিক্সা, মোটরসাইকেলের চাপে ব্যস্ততম এই মরেও যানজটের সৃষ্টি হয়েছে। অন্যান্য দিন লোকজনকে বাস মিনিবাসে যাত্রী বহন করতে দেখা যায়।
প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, রিক্সা, মোটরসাইকেলের পাশাপাশি পিকআপভ্যান মিনি ট্রাকে অফিসগামী লোকজনকে যেতে দেখা গেছে। রাজধানীর বাবুবাজার ব্রিজ থেকে গুলিস্থান ও মতিঝিলের অফিসগামী লোকজন রিক্সা সিএনজি সরব হারা ও গণপরিবহন না থাকায় ১৫/২০ জনকে একত্রে মিনি ট্রাক ভাড়া করে যেতে হয়েছে। যাত্রাবাড়ী, পোস্তগোলা, সায়েদাবাদ থেকেও এ কিভাবে লোকজনকে মতিঝিল গুলিস্তানের দিকে আসতে হয়েছে। আবার নগরীর সব বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে যানবাহনের জন্য অফিসগামী যাত্রীরা দাঁড়িয়েও ছিলেন। বিশেষ করে অফিসগামী মহিলাদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে। আবার দুপুর ১২টার দিকে বনানী থেকে উত্তর আগামী রাস্তার কোথাও কোথাও যানজট হয়েছে।
গণপরিবহন না থাকায় বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশায় চলাচল করতে হচ্ছে অফিসগামী সাধারণ যাত্রীদের। এতে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে তাদের। সিএনজিতে ধানমন্ডির শংকর থেকে বিমানবন্দর যেতে ৬০০ থেকে ৭০০ টাকা ভাড়া চাওয়া হয়েছে। ধানমন্ডি ২৭নম্বর থেকে বনানী পর্যন্ত ভাড়া চাওয়া হয়েছে সাড়ে ৪০০ টাকা। অফিসে যাওয়া যাদের জন্য জরুরি তাদেরকে এই ভাড়াতেই যেতে হয়েছে। আবার অনেক সিএনজি চালক লোকাল বাসের মতোই এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত শেয়ারে যাত্রী পরিবহন করেছেন। শেয়ারে যাত্রী পরিবহনের ক্ষেত্রে সিএনজি চালকরা চড়া ভাড়া নিয়েছে। মহাখালী থেকে ফার্মগেট ও কাওরান বাজার পর্যন্ত আসতে ৮০ থেকে ১০০ টাকা ভাড়া নিয়েছে। আবার ফার্মগেট থেকে মহাখালী পর্যন্ত ৫০ টাকা ভাড়া নিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়ক বাদ দিলে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে রিকশা ও ব্যাটারিচালিত রিকশা অবাধে চলাচল করেছে। প্রতিটি সড়কে প্রাইভেট কারের উপস্থিতি ছিল স্বাভাবিক সময়ের মতো। যানবাহনের চাপে রাজধানীর সেক্রেটারি শাহবাগ ও গুলিস্তান এলাকাতেও যানজট হয়েছে। উত্তরা থেকে শহরের দিকে আসা যাত্রীদের দুর্ভোগ হয়েছে সবচেয়ে বেশি। এই সড়কের সবগুলো বাসস্ট্যান্ডে যানবাহনের জন্য যাত্রীদের অপেক্ষার প্রহর গুনতে হয়েছে। আজমপুর, জসিম উদ্দিন মোড়, বিমানবন্দর, খিলখেত, জোয়ার সাহারা, স্টাফ রোড, বনানী এলাকা পর্যন্ত সব সড়কে একই অবস্থা দেখা গেছে। জসীমউদ্দীন মোড় থেকে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি ভাড়ায় চালিত মোটর সাইকেলে মহাখালী বাস টার্মিনালে আসেন। এজন্য তাকে ২০০ টাকা দিতে হয়েছে।
আসাদগেট আরং এর সামনে থেকে মহাখালী পর্যন্ত শেয়ারে জনপ্রতি সিএনজি ভাড়া দিতে হয়েছে ৭০ থেকে ৮০ টাকা যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি।
রাস্তায় অন্যান্য দিনের তুলনায় লকডাউনের প্রথমদিকে সোমবার ট্রাফিক পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অপেক্ষাকৃত কম উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640