ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক, ড. মোনালিসা খান গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় শিক্ষাক্রম-২০২১ এর বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচী পরিদর্শন করেছেন। ভেড়ামারা উপজেলার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে (২০-২৪) জানুয়ারী ৫দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ভেড়ামারা, দৌলতপুর, মিরপুর ও কুষ্টিয়া সদরের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এই প্রশিক্ষণ গ্রহন করছেন বলে জানা গেছে। সবুজকলি মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে মোট ৬টি বিষয়ের উপর উক্ত প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ চলছে। পরিদর্শনের সময় জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, ভেড়ামারা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ভেন্যু প্রধান সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, মাষ্টার ট্রেইনার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মাউশি‘র উপ-পরিচালক, প্রশিক্ষণ মোনালিসা খান প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
Leave a Reply