1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 5:36 pm

বাংলাদেশের লিচু রাজ্য

  • প্রকাশিত সময় Friday, January 20, 2023
  • 240 বার পড়া হয়েছে

কৃষি প্রতিবেদক ॥ লিচু বা লেচু (বৈজ্ঞানিক নামঃ খরঃপযর পযরহবহংরং) একটি নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলের ফল। চীনের দক্ষিণ পূর্বাঞ্চল লিচুর উৎপত্তিস্থল। চীন, তাইওয়ান, ভারত, বার্মা, থাইল্যান্ড, মরিসাস ব্রাজিল, অষ্ট্রেলিয়া   প্রভৃতি দেশে লিচু উৎপাদন বেশী হয়। লিচুর ফল রসালো। লিচু গন্ধ ও স্বাদের জন্য দেশ বিদেশে বেশ জনপ্রিয়। বাংলাদেশে এটি গ্রীষ্মকালীন ফল এবং এখানে ফেব্রুয়ারিতে এর মুকুল আসে ও ফল সাধারনত মে মাসের দিকে পাকে। বাংলাদেশের সব স্থানেই লিচু হয়, তবে বৃহত্তর রাজশাহী, দিনাজপুর,কুষ্টিয়া, যশোর, পাবনা, ময়মনসিংহ ও চট্রগ্রাম জেলায় বেশি পরিমান লিচু উৎপন্ন হয়। গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র এবং শীতকাল ঠান্ডা অথচ তুষার হয় না এমন আবহাওয়া লিচু চাষের জন্য ভাল। অর্থাৎ আর্দ্র ও অবউষ্ণ জলবায়ু লিচু চাষের জন্য উপযোগী। তাপমাত্রা ৪০ ডিগ্রী সেঃ এর বেশী এবং ১.৫ ডিগ্রী এর কম হলে লিচুর উৎপাদন ব্যাহত হয়। বাৎসরিক বৃষ্টিপাত ১৫০ সেঃমিঃ। আপেক্ষিক আর্দ্রতা ৭০-৮৫%। প্রচুর জৈব পদার্থ সমৃদ্ধ সুনিস্কাশিত গভীর দো-আঁশ মাটি ভাল। জলাবদ্ধতা লিচুর জন্য ক্ষতিকর তবে পানিতল ২ মিঃ হওয়া ভাল। সামান্য অম্ল­ীয় মাটি শিকড় ও বিটপের বৃদ্ধি ভাল হয়। পিএইচ ৬-৮ এ লিচু চাষ করা যায়। বেলে মাটি লিচু চাষর অনুপোযোগী ।

তাজা ফল হিসাবে বাংলাদেশের সর্বত্র এটি অত্যন্ত্য জনপ্রিয়। পুষ্টি মানেও এ ফল অনেক সমৃদ্ধ। এ ফলে রয়েছে শর্করা, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ, ভিটামিন-বি ও ভিটামিন-সি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত লিচুর জাতগুলি হলো বারি লিচু-১  (দেশের উত্তরাঞ্চলে চাষ উপযোগী), বারি  লিচু-২  (দেশের পূর্বাঞ্চলে চাষ উপযোগী), বারি লিচু-৩ (দেশের সব অঞ্চলে) বারি লিচু-৪ (বাংলাদেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে চাষ উপযোগী) এবং বারি লিচু-৫। এসব জাতের পাশাপাশি বালাদেশে বিভিন্ন অঞ্চলে চাষকৃত লিচু জাতের মধ্যে বেদানা, বোম্বাই, চয়না-১ ও ৩, মোজাফ্ফরি, মঙ্গলবাড়ি, কদমি উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640