1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 6:09 am
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

কুষ্টিয়ার সড়কে আবারও চাাঁদাবাজী প্রশাসন নিরব কুমারখালীতে প্রকাশ্যে সিএনজি-ইজিবাইক চালক সমিতির নামে কোটি টাকার চাঁদা আদায়

  • প্রকাশিত সময় Wednesday, January 18, 2023
  • 120 বার পড়া হয়েছে

কুমারখালী প্রতিনিধি ॥ সিএনপিজ, ইজিবাইক মালিক সমিতির নাম করে কুষ্টিয়া,মিরপুর, ভেড়ামারা, কুমারখালীতে চাঁদাবাজী এখন অনেকটা নিয়মে পরিণত হয়েছে। মাসে প্রায় কোটি টাকার চাঁদাবাজীর ভাগ চারভাগে বিভক্ত করা হয় বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। সরকারের কঠোর পদক্ষেপের কারণে সড়কে আইনশৃংলাবাহিনীর কঠোর পদক্ষেপের কারণে আবারও কুষ্টিয়া শহরের মজমপুর গেট, আলফামোড়, চৌড়হাস, রাহিনী বটতলা মোড়সহ ৬টি উপজেলায় চলছে প্রকাশ্যে মাসে কোটি টাকার চাঁদাবাজী। এসব চাঁদাবাজীর টাকা আত্মসাতের ঘটনাও ঘটছে। রিক্সা ছাড়া কোন ইঞ্জিন চালিত মটরযান ব্যতিত পৌরসভা, বিআর টিএ যেমন কোন লাইসেন্স দিতে পারে না ঠিক তেমিন ভাবে শ্রম অধিদপ্তরের অধিনে রেজিষ্ট্রেশন শাখা এসব চালক সমিতির নামে কোন রেজিষ্ট্রেশন দিতে পারে না। কিন্তু গত কয়েক বছর যাবত কুষ্টিয়া জেলায় এক শ্রেণীর নাম সর্বস্ব ব্যক্তিরা সিএনজি, ইজিবাইক চালক সমিতির নাম করে মাসে কোটি টাকার চাঁদাবাজী করে চলেছে জানা গেছে। এসব জেনেও নিরব প্রশাসন।

কুষ্টিয়ার কুমারখালীতে সিএনজি -মাহেন্দ্র চালক ও মালিক সমিতির সভাপতি আজিজ শেখ (৪৫) ও সাধারণ সম্পাদক মো. শফি’র (৪১) বিরুদ্ধে প্রায় তিন বছর যাবৎ সমিতির লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

প্রতিবাদে প্রায় ১৪৮ জন সিএনজি চালক ও মালিক বুধবার সকাল থেকে গাড়ি চালানো বন্ধ করে পৌরসভার ১নং ওয়ার্ডের জামতলা নামক স্থানে সমবেত হয়ে ধর্মঘট শুরু করেন। এতে পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে।

খবর পেয়ে দুপুর দেড়টার দিকে কমারখালী থানার ওসি ধর্মঘট এলাকায় গিয়ে আপাতত চাঁদা আদায় বন্ধ ঘোষনা করে চালকদের আশ্বস্ত করেন এবং থানায় ডাকেন। পরে ওসি’র আশ্বাসে চালকরা ধর্মঘট প্রত্যাহার করেন।

চালকরা জানান, সমিতির আওতায় প্রায় ১৪৯ টি সিএনজি ও মাহেন্দ্র গাড়ি রয়েছে। সড়কে গাড়ি চালানোর জন্য হাইওয়ে পুলিশের জন্য প্রতিমাসে ১৮ হাজার টাকা, গাড়ি নিয়ন্ত্রণের জন্য চারজন শ্রমিকের জন্য প্রতিদিন গাড়ি প্রতি ২০- ৩০ টাকা, নতুন গাড়ি ভর্তি বাবদ গাড়ি প্রতি ৫ হাজার টাকা ও পুরাতন গাড়ি ভর্তি বাবদ ৩ হাজার টাকাসহ বিভিন্ন খাতে চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলন করা হয়। সবমিলে প্রতিমাসে চাঁদার পরিমান দাঁড়ায় ৫৫ – ৬০ হাজার টাকা। প্রতিমাসের খরচ বাদ দিয়ে অবশিষ্ট টাকা সমিতির ব্যাংক হিসাব নম্বরে জমা রাখার কথা। কিন্তু সভাপতি – সম্পাদক টাকা ব্যাংকে জমা না রেখে ব্যক্তিগত খরচ করছেন। টাকার হিসাব চাইতে গেলে তাঁরা চালকদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের হুমকি দেন।

 

তাঁরা আরো জানান, আত্মসাতের অর্থ ফেরত পেতে ও দুর্নীতিবাজ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের জন্য গত মঙ্গলবার বিকেলে ১৪৮ জন চালক কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুনের কাছে গিয়েছিলেন। কিন্তু মেয়র সাহেবের সমাধান চালকদের প্রত্যাশা অনুযায়ী  না হওয়ায় বুধবার সকাল থেকে তাঁরা গাড়ি চালানো বন্ধ করে ধর্মঘট শুরু করেন। এতে পথচারীদের ভোগান্তির সৃষ্টি হয়।

এবিষয়ে কুমারখালী সিএনজি – মাহেন্দ্র মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশের মাসিক টাকা, গাড়ি নিয়ন্ত্রণকারী শ্রমিকদের জন্য দৈনিক মজুরি, গাড়িক চালকদের আপদে – বিপদে সহযোগীতা সহ নানাবিদ কারনে প্রতিমাসে প্রায় ৫৫ -৬০ হাজার টাকা চাঁদা তোলেন সভাপতি – সম্পাদক। খরচ বাদে অবশিষ্ট টাকা সমিতির ব্যাংক হিসাবে জমা রাখার কথা। কিন্তু সভাপতি – সম্পাদক ব্যাংকে টাকা জমা না রেখে তাঁরা নিজেরা খরচ করেছেন। প্রতিবছরে প্রায় আট থেকে দশ লক্ষ টাকা তাঁরা আত্মসাৎ করছেন বলে দাবী করেন তিনি।

সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান বলেন, নামে বেনামে সভাপতি আজিজ ও সাধারণ সম্পাদক শফি লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন। টাকার হিসেব চাইতে গেলে চালকদের মারপিট করে ও নানা ভয়-ভীতি দেখান তাঁরা। বিষয়টি সমাধানের জন্য দুপুরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে টাকা ফেরত ও দুর্নীতিবাজ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে কুমারখালী সিএনজি – মাহেন্দ্র মালিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মো. শফিকে মুঠোফোনে কল দেওয়া হয়। কিন্তু তিনি কলটি গ্রহণ না করায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে অভিযোগ অস্বীকার করে সমিতির বর্তমান সভাপতি আজিজ শেখ বলেন, প্রতিদিন গাড়ি প্রতি ২০ -৩০ টাকা চাঁদা তোলেন তিনি। গাড়ি নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন চারজন শ্রমিক কাজ করেন। দিনে প্রায় ৪ – ৫ হাজার টাকা উঠান তিনি। যাবতীয় খরচ বাদ দিয়ে যা থাকে, তা ব্যাংকে জমা রাখা হয় বলে জানান তিনি।

চালকদের অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় মুঠোফোনে বলেন, তাঁরা কারো কাছ থেকে কোনো টাকা – পয়সা নেন না। সড়কে অবৈধযান চললেই আটক করে মামলা দেয় পুলিশ। প্রতিদিনই ১০ – ১৫ টা মামলা রুজু হয় বলে জানান তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, কমিটির সদস্যদের মধ্যে আভ্যন্তরিন বিরোধের জেরে অধিকাংশ চালকরা ধর্মঘট শুরু করেছিলেন। জনদুর্ভোগ নিরসনে চালকদের সাথে কথা বলে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আপাতত চাঁদা তোলা বন্ধ থাকবে। লিখিত অভিযোগ পেলে চালকদের অভিযোগ ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কুমারখালী বাসস্ট্যান্ডের একাধিক ব্যবসায়ী ও দোকান মালিক জানান, সিএনজি -মাহিন্দ্র চালক ও মালিক সমিতির সম্পাদক পদধারী শফি বাসস্ট্যান্ড এলাকায় সকাল-সন্ধ্যা এসে বেপরোয়া চলাফেরা করেন এবং হুমকি ধামকি দেয়। সে নানাবিধ অপকর্মের সাথে জড়িত, একাধিক মামলার আসামী  এবং চিহ্নিত ব্যক্তি হলেও সিএনজি মাহেন্দ্র চালক ও মালিক সমিতিতে আধিপত্য বিস্তার করে সুবিধা ভোগ করে যাচ্ছে। এ ধরনের চিহ্নিত ব্যক্তিদের প্রকাশ্য আধিপত্য নির্মুলে ও তাদের মদদ দাতাদের মুখোষ উন্মোচনে প্রশাসনের পদক্ষেপ নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640