কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ক্লাব কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময়ে নব-নির্বাচিত কমিটির সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সহ-সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, আছাদুর রহমান বাবু, সাধারণ সদস্য মারফত আফ্রিদী, আহসান হাবীব উজ্জল, শেফাদুল ইসলাম চান্নু, আশরাফুল আলম হীরা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময়ে বিদায়ী ও নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply