ইবি প্রতিনিধি ॥ রুটিন ওয়ার্ক, পদোন্নতি, প্রেষন, দুনীর্তি, দায়িত্ব অবহেলায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রীর ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প এক প্রকার মুখ থুবড়ে পড়েছে। ভার্টিকাল ভবন ও নতুন নির্মাণাধীন ভবনের কাজ কচ্ছপ গতিতে চলছে। দৃষ্টি নন্দিত মফিজ লেকের দিকে কর্তৃপক্ষের কোন নজরও পড়েনি। উন্নতি, সংস্কারতো দুরের কথা। এ অবস্থায় বছর বছর ভর্তি বিজ্ঞপ্তিতে আশানুরুপ ছাত্র-ছাত্রী ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। ছাত্র-ছাত্রী সংকটের কবলে পড়ে আসন শুন্য থাকছে। এ অবস্থায় পুরো ইসলামী বিশ্ববিদ্যালয় জুড়ে এখন হ য ব র ল অবস্থা। জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের শূন্য আসন পূরণের লক্ষ্যে মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। এখনও আসন ফাঁকা রয়েছে ৪৬৪টি। রোববার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত জরুরী বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের শূন্য আসনের বিপরীতে ‘এ’ ইউনিটের মেধাক্রম ১৫৫৭ থেকে ৫৫৩০, ‘বি’ ইউনিটের মেধাক্রম ২৬৩ থেকে ২৬৬০ এবং ‘সি’ ইউনিটের মেধাক্রম ৫৮৬ থেকে ১৭৩০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। মেধাক্রমে স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১৫ ও ১৬ জানুয়ারির মধ্যে স্বশরীরে অথবা অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেধা তালিকা থেকে আবেদনকারী ভর্তিচ্ছু হতে ৮ম মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১৮ থেকে ১৯ জানুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয় আইসিটি সেল সূত্রে জানা যায়, মোট ১৯৯০ আসনের মধ্যে ‘এ’ ইইনিটে ৩৪৪ ‘বি’ ইউনিটে ৯১ এবং ‘সি’ ইউনিটে ২৯ আসন ফাঁকা রয়েছে। এ বছর তিন ইউনিটে মোট আবেদন করেন ৪২ হাজার ৪২৯ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৪ হাজার ৩৪৩ টি, ‘বি’ ১২ হাজার ৮৭০ এবং ‘সি’ ইউনিটে ৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া বলেন, মেধাতালিকা অনলাইনে ও স্বশরীরে আবেদন করতে পারবে। ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ভর্তি কার্যক্রম শেষে শিগগিরই ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
এদিকে একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, ইবির বর্তমান প্রশাসনের নানা অদক্ষতায় দিনের পর দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে চাঞ্চল্যতা ফিরে এসেছিল তা সব ফিকে হয়ে যাচ্ছে। সপ্তাহের ৬ দিন কার্যদিবস থাকলেও কার্যত কার্যদিবস চলে মাত্র তিনদিন। বিশ্ববিদ্যালয়ের কর্ত্যা ব্যক্তি প্রোভিসি স্ব-পরিবারে বসবাস করেন রাজধানী ঢাকায় সপ্তাহে তিনি বৃহস্পতিবার শেষ অফিস করে পরিবারের কাছে ফিরে যান আসতে আসতে রবি-সোমাবারও চলে যায় বলে বিশ্ববিদ্যালয় সুত্র জানিয়েছে। অথচ মধ্যপ্রাচ্যের ভবনের ধাঁচে ইবি ক্যাম্পাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন নির্মাণ করা হয়েছে। সেটি এখন রেষ্ট হাউস হিসেবে ব্যবহৃত হচ্ছে। কারণ ভিসি মহোদয় যে তিনদিন ইবিতে আসেন তার তাৎক্ষণিক বিশ্রামাগার হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে বলে জানা যায়। অপরদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরকে তার উন্নয়ন কর্মকান্ড চালিয়ে নিতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারের ঘোষিত ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প দেয়ার পর শুরুর দিকে একটু তদবির, তাহরিম থাকলেও এখন কোন যোগাযোগই করছেন কেউ এমন তথ্যই জানা গেছে সংশ্লিষ্ট দপ্তর থেকে। এর ফলে ইবিতে চলমান প্রায় সকল প্রকল্পগুলো অর্ধেক হয়ে থেমে গেছে, মুখ থুবড়ে পড়েছে মেগা প্রকল্প। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, ছাত্র-ছাত্রীর মধ্যে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে কোন সময় তারা বর্তমান প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে বলে সুত্রটি জানিয়েছে।
Leave a Reply