1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:52 am

জেগে ঘুমিয়ে আছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিরপুর চিতলিয়া ইউপি চেয়ারম্যানের কাছে ফেনসিডিলের অন্যরকম স্বাদ  !

  • প্রকাশিত সময় Sunday, January 15, 2023
  • 105 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ ইয়াবা, ফেন্সিডিল, ট্যাপেন্টা, বাংলা মদ, গাঁজাসহ প্রায় সব ধরণের নেশাজাতীয় দ্রব্য এখন কুষ্টিয়ার আনাচে-কানাচে হাতের নাগালে এসে যাচ্ছে। স্কুল, কলেজ গামী ছাত্র-ছাত্রীদের আর দুরে কষ্ট করে যেতে হচ্ছে না। বিদ্যালয় চত্বরের গোপন জায়গায়, বাজারের চায়ের দোকানে, খেলার মাঠের এক পাশে নানা কৌশলে তারা পেয়ে যাচ্ছে নেশাজাতীয় নানা দ্রব্য। এক জরিপে দেখা গেছে মাত্র দুই বছর আগেও ইয়াবা, হেরোইন, বাংলামদ, ফেন্সিডিল পাওয়া ছিল বেশ দুষ্কর। আইনশৃংলাবাহিনী আর মাদক দ্রব্য অধিদপ্তরের এক প্রকার উদাসিনতায় জেগে ঘুমিয়ে থাকা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কারণে জেলা এখন মাদকে ভাসছে। আর এ সুযোগে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ার‌্যমান এনামুল হক বাবুল সব ফেলে দিয়ে ফেন্সিডিলকে বেছে নিয়েছেন। কেননা বাংলা মদ, ইয়াবা, হেরোইন খেলে গন্ধ বা নানা উপশম মানুষের নজরে পড়ে। আর শারিরিক উত্তেজনাও ভিন্ন রকম হয়। অথচ ফেন্সিডিলে এসব ঝামেলাই নেই। বাজারের ভালো স্বর চায়ের সাথে ফেন্সিডিলের স্বাদই আলাদা। এমন কথাই তিনি জানিয়েছেন তার এক বিশ্বস্ত ব্যক্তির কাছে। কথা প্রসঙ্গে তার ফেন্সিডিল খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তাকে উৎসাহী জিজ্ঞেস করলে তিনি এমনই উত্তোর দিয়েছেন।

জানা যায়, কুষ্টিয়া মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ফেন্সিডিল খাওয়ার ছবি লোকজনের মুঠোফোন থেকে ছবি ছড়িয়ে পড়েছে সব জায়গায়। ছবি দেখার পর দলসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে। দলীয় নেতারা বলছেন, এমন ঘটনা দলীয় শৃঙ্খলাভঙ্গের সামিল। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করেন। এনামুল হক বাবলু চেয়ারম্যানের পাশাপাশি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাও। তিনি এবার চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয় কয়েকটি সূত্র জানা গেছে, ২০২২ সাল ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন এনামুল হক বাবলু। এবারও দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন । তিনটি ছবিতে দেখা যায় চেয়ারম্যান ফেনসিডিল সেবন করছেন। তবে ছবি গুলো কবে কখন তোলা, সেটা নিশ্চিত হওয়া যায়নি। চিতলিয়া ইউনিয়নবাসীরা বলেন, ছবিতে যেটা দেখলাম, এটা যদি সত্যি হয়, তবে খুবই খারাপ কাজ করেছেন। এটা লজ্জাজনক। প্রধানমন্ত্রী যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেখানে ইউনিয়নের চেয়ারম্যান কিভাবে ফেনসিডিল সেবন করে এটা ভাবতে অবাক লাগে। এটা আমাদের ইউয়িন বাসীর লজ্জাজনক। এ বিষয়ে চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এনামুল হক বাবলুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640